টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির ইতিহাস

২৩ ফেব্রুয়ারি ২০২৫

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির ইতিহাস

ফিল্ডিংয়ের সময় ভারতের হয়ে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। এরপর ব্যাট হাতে ছাড়িয়ে গেলেন শচীন টেন্ডুলকারকে। ভারতের এই কিংবদন্তিকে ছাড়িয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

রোববার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি। রেকর্ড গড়তে তিনি খেলেছেন কেবল ২৮৭ ইনিংস। অন্যদিকে এই মাইলফলক স্পর্শ করতে টেন্ডুলকার খেলেছিলেন ৩৫০ ইনিংস।

২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ১৪ হাজার রান করেন টেন্ডুলকার। ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরিতে এই ফরম্যাটে তার ক্যারিয়ার শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ৪৪ দশমিক ৮৩ গড়ে ডানহাতি এই ব্যাটার রান করেন ১৮ হাজার ৪২৬।

টেন্ডুলকারের পর এই ক্লাবে প্রবেশ করেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই ব্যাটিং কিংবদন্তি ৩৭৮তম ইনিংসে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন। তিনি ক্যারিয়ার শেষ করেছেন ৩৮০ ইনিংসে ১৪ হাজার ২৩৪ রান নিয়ে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে কোহলির দরকার ছিল ১৫ রানের। হারিস রউফের করা ১৩তম ওভারে কাভার ড্রাইভে চার মেরে ছাড়িয়ে যান ক্রিকেট ইশ্বরকে।

এর আগে ফিল্ডিংয়ের সময় মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে ওয়ানডেতে ফিল্ডার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন কোহলি। গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আজহারের ১৫৬ ক্যাচকে (৩৩২ ইনিংস) স্পর্শ করেন তিনি।

৪৭তম ওভারে নাসিম শাহর ক্যাচ নিয়ে কোহলি টপকে যান আজহারকে। এরপর শেষ ওভারে তালুবন্দী করেন খুশদিল শাহর ক্যাচও।

ওয়ানডেতে ফিল্ডার হিসেবে ক্যাচ নেওয়ার তালিকায় ২৯৬ ইনিংসে ১৫৮ ক্যাচ নিয়ে এখন তিন নম্বরে আছেন কোহলি। আর তিনটি ক্যাচ নিলে ছাড়িয়ে যাবেন রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ক্যারিয়ার শেষ করেন ৩৭২ ইনিংসে ১৬০ ক্যাচ নিয়ে। আর ৪৪৩ ইনিংসে ২১৮ ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।

মন্তব্য করুন: