মাহমুদউল্লাহ-নাহিদকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৪ ফেব্রুয়ারি ২০২৫

মাহমুদউল্লাহ-নাহিদকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ নাহিদ রানা।

সোমবার রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। বাদ পড়েছেন সৌম্য সরকার তানজিম হাসান সাকিব।

এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদের। ডানহাতি এই ফাস্ট বোলারের সঙ্গে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ডও। অসুস্থতার কারণে দলে নেই ড্যারিল মিচেল। তার জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র। পেসার ন্যাথান স্মিথের বদলে একাদশে ঢুকেছেন কাইল জেইমিসন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: