অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লাসেনকে নিয়ে অনিশ্চয়তায় দক্ষিণ আফ্রিকা

২৪ ফেব্রুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লাসেনকে নিয়ে অনিশ্চয়তায় দক্ষিণ আফ্রিকা

চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি হাইনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী এই ব্যাটারকে পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় আছে দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে গুঁড়িয়ে আসর শুরু করে প্রোটিয়ারা। কনুইয়ের চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি ক্লাসেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজেকে ফিট করে তোলার চেষ্টায় আছেন এই উইকেটকিপার-ব্যাটার।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, “আমরা এখনও তার ফিটনেস পর্যবেক্ষণ করছি। সে আজ অনুশীলন করবে, এরপর মেডিকেল টিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে তাদের তিন অভিজ্ঞ পেসার – প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ককে পাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। তবে ব্যাটারদের নৈপুণ্যে ৩৫২ রানের রেকর্ড লক্ষ্য ১৫ বল হাতে রেখে তাড়া জেতে করে স্টিভ স্মিথের দল। আর তাই প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার কথা জানান বাভুমা।=

"অস্ট্রেলিয়ার যে কোনো দল আইসিসির ইভেন্টে এলে তাদের হালকাভাবে নেওয়া যায় না। হ্যাঁ, তাদের কিছু মূল বোলার নেই। তবে তবুও তারা যথেষ্ট ভালো দল। প্রতিটি দলের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে। হয়তো অস্ট্রেলিয়ার এই মুহূর্তে তাদের বোলিং বিভাগে কিছু ঘাটতি আছে, তবে আমরা তাদের হালকাভাবে নেব না।" 

মন্তব্য করুন: