এবার মাঝের ওভারের ব্যাটিংকে দায়ী করলেন শান্ত

২৫ ফেব্রুয়ারি ২০২৫

এবার মাঝের ওভারের ব্যাটিংকে দায়ী করলেন শান্ত

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে হারের পর শুরুর ১০ ওভারের বাজে ব্যাটিংকে দায়ী করেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ম্যাচের ভুল শুধরে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল দল। কিন্তু এর পরের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। আর এবার হারের কারণ হিসেবে মাঝের ওভারগুলোতে দলের ব্যাটিংকে কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশ অধিনায়ক।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সোমবার রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক পিচে ৯ উইকেটে ২৩৬ রান করতে পারে শান্তর দল। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ১৮১ বলে কোনো রানই নিতে পারেননি দলের ব্যাটাররা। এরপর রান তাড়ার শুরুতেই পেসাররা দুটি উইকেট তুলে নিলেও রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে উইকেটের জয় পায় কিউইরা।

এর আগে দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শুরুর ১০ ওভারের ভেতর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটি থেকেই আসে ৪৫ রান। কিন্তু ভালো শুরুটা পরে আর ধরে রাখতে পারেননি অন্য ব্যাটাররা। লাগাতার ডট বলের সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় দুইশ রান তোলাও বেশ কঠিন হয়ে পড়েছিল।

শুরুর ১০ ওভারে উইকেট হারিয়ে ৫৮ রান করা বাংলাদেশ মাঝের ৩০ ওভারে অর্থাৎ, ১১ থেকে ৪০ ওভারে উইকেটে হারিয়ে রান তোলে মাত্র ১১৪। আর শেষ ১০ ওভারে রিশাদ হোসেন জাকের আলীর কল্যাণে উইকেট হারিয়ে দলের খাতায় যোগ হয় বাকি ৬৪ রান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও ব্যাটিং ব্যর্থতার পুরোনো টেপ রেকর্ডারই যেন বাজালেন অধিনায়ক শান্ত।

আমরা খুব ভালো শুরু করেছিলাম। প্রথম - ওভার ভালো ব্যাটিং করেছি। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা অনেক উইকেট হারিয়েছি। এরকম একটি উইকেটে আমরা যথাযথ ব্যাটিং করতে পারিনি। এই একটি জিনিস আজকে আমরা ভালো করতে পারিনি।

অবশ্যই (মিডল অর্ডারের ব্যর্থতা বড় কারণ) ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল। শুধু দুটি বড় জুটি প্রয়োজন ছিল। কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করেছি, হতাশাজনক। বিশেষ করে প্রথম দশ ওভারের পর আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত ছিল।

নিউ জিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে শান্তর দল ছাড়াওগ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আয়োজক পাকিস্তানেরও। আগামী বৃহস্পতিবার একই মাঠে মুখোমুখি হবে এই দুই দল। জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার জন্য ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভালো করার তাগিদ দেন বাংলাদেশ অধিনায়ক।

আমি মনে করি সেটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। যদি ভালোভাবে শেষ করতে পারি তাহলে সেটি অনেক আত্মবিশ্বাস দেবে। তবে ব্যাটিং ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং-ফিল্ডিং আরও ভালো হবে।

মন্তব্য করুন: