মুশফিক-রিয়াদকে এখনও খেলতে দেখে অবাক কার্তিক

২৫ ফেব্রুয়ারি ২০২৫

মুশফিক-রিয়াদকে এখনও খেলতে দেখে অবাক কার্তিক

প্রায় ২০ বছর হলো জাতীয় দলে খেলছেন মুশফিকুর রহিম। অন্যদিকে প্রায় ১৮ বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দুজনই আছেন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। কিন্তু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরেও এই দুই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানানোয় বিস্মিত হয়েছেন ভারতের সাবেক ব্যাটার দিনেশ কার্তিক।

সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার বদলে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে দলের চাপ আরও বাড়িয়ে দেন মুশফিক মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ দেখা মুশফিক এদিন ফেরেন রান করে। এরপর আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ আউট হন রান করে।

শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর ৭৭ এবং জাকের আলীর ৪৫ রানের সুবাদে উইকেট হারিয়ে ২৩৬ রান তুলতে পারে বাংলাদেশ। উইকেটে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

দুই ইনিংসের বিরতিতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানে মুশফিক মাহমুদউল্লাহর প্রসঙ্গে কার্তিক বলেন, “আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপ শেষেই মুশফিক মাহমুদউল্লাহ অবসর নেবে। তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কত দিন খেলবে। (খেললে) আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে। সম্ভবত আরও কিছুদিন খেলবে।

ভবিষ্যতের জন্য দল তৈরি করতে হলে সিনিয়র ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়া উচিত জানিয়ে বর্তমানে ধারাভাষ্য ক্রিকেট বিশ্লেষকের দায়িত্ব পালন করা কার্তিক বলেন, “আমার মনে হয় কোনো না কোনো সময়ে তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে। কারণ এটা দলকে স্থিতিশীল করবে। প্রথমদিকে তারা হয়তো ভুগবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য দেবে।

২০২৬ সালে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত। তাদের (বাংলাদেশের) বড় পরিসরে ভাবতে হবে, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

মন্তব্য করুন: