বৃষ্টিতে হলো না অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই

২৫ ফেব্রুয়ারি ২০২৫

বৃষ্টিতে হলো না অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই

সেমি-ফাইনালের দৌড়ে এগিয়ে যেতে মাঠে নামার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির বাধায় তা আর হলো না। টানা বৃষ্টিতে কোনো বল গড়ানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর আগে থেকে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস করা যায়নি। এরপর বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সবশেষ দুই চ্যাম্পিয়নস ট্রফিসহ এই নিয়ে অস্ট্রেলিয়ার চারটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। ২০১৭ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় জয়ের ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় ম্যাচ শেষ করতে পারেনি অজিরা। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা।

এই টুর্নামেন্টের আগে ২০০৯ সালের পর থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে জয় না পাওয়া অজিরা ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জেতে রান তাড়ার রেকর্ড গড়ে। জশ ইংলিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৫২ রানের লক্ষ্যে স্টিভেন স্মিথের দল পৌঁছে যায় ৫ উইকেট হাতে রেখে। আইসিসির যে কোনো টুর্নামেন্টে এটি ছিল সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৭ রানের জয় দিয়ে আসর শুরু করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায়বি গ্রুপের শীর্ষেই থাকল প্রোটিয়ারা।

মন্তব্য করুন: