বাংলাদেশ পেসারদের প্রশংসায় পাকিস্তান কোচ

২৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ পেসারদের প্রশংসায় পাকিস্তান কোচ

ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েও দুই ম্যাচে লড়াইয়ের চেষ্টা করেছে দলের বোলাররা। আলাদাভাবে নজর কেড়েছেন পেসাররা। তাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে তাসকিন আহমেদ-নাহিদ রানাদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান কোচ আকিব জাভেদ।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল।

ভারত নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় আগে ব্যাট করে আড়াইশ রানও করতে পারেনি বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েও আলো ছড়ানোর চেষ্টা করেন দলের পেসাররা। আর কিউইদের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ মাঠে নেমে গতির ঝড় তুলে আলোচনায় আছেন নাহিদও।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়ে টুর্নামেন্ট শেষ করবে পাকিস্তানও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার পেসারদের প্রসঙ্গে আকিব বলেন, “পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশি পেসারদের বোলিং আমি দেখেছি। ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরম্যান্স দেখেছি। আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা অনেক স্কিলফুল। বিশেষ করে নাহিদ রানা। তার উচ্চতা, গতি- দারুণ। তাসকিন খুব স্কিলফুল একজন বোলার। মুস্তাফিজ খুবই অভিজ্ঞ, সব ধরনের বৈচিত্র্য আছে। বাংলাদেশি বোলাররা ভালো করছে।

তাসকিন-নাহিদদের প্রসঙ্গটা উঠেছিল, ভারতের কাছে পাকিস্তানের হারের পর শোয়েব আখতারের ক্ষোভ ঝেড়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতি তারকা জানান, দেশটির ক্রিকেটে এখন কোনো ট্যালেনট নেই।

এই বিষয়ে তার অভিমত জানতে চাওয়া হলে পাকিস্তান বলেন, “মানুষ কী বলছে, এটা তাদের বিষয়। তাদের পূর্ণ অধিকার আছে। পাকিস্তানিদের নিয়ে কেন বলছে জানি না। শাহিন, হারিস, নাসিমরা ভবিষ্যতের এমনকি এখনকারও অন্যতম সেরা। ট্যালেন্ট তাহলে কী? পেস? তিনজনেরই আছে। আপনি গুগল করে দেখবেন তারা ডানহাতি-বাঁহাতি পেস বোলার। এর মানে তাদের বলে গতি আছে, বৈচিত্র্য আছে, স্কিল আছে।

মন্তব্য করুন: