জাদরানের রেকর্ড ইনিংসে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল আফগানিস্তান

২৬ ফেব্রুয়ারি ২০২৫

জাদরানের রেকর্ড ইনিংসে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল আফগানিস্তান

শুরুতেই উইকেট হারিয়ে ভালোই চাপে পড়েছিল আফগানিস্তান। তবে ইবরাহিম জাদরানের ব্যাটে ধীরে ধীরে ঘুরে শুরু করল তারা। দলকে টেনে তুলে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি তরুণ এই ব্যাটার খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। তার ব্যাটে ভর করে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা।

বুধবার লাহোরে উইকেটে ৩২৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়ে জাদরান ফেরেন ১৭৭ রান করে, যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আফগান এই ব্যাটার পেছনে ফেলেছেন গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার বেন ডাকেটের ১৬৫ রানের ইনিংসকে।

১৪৬ বলে ১২ চার ছক্কায় চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড গড়ার পাশাপাশি আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন জাদরান। ছাড়িয়ে গেছেন তার আগের ১৬২ রানের ইনিংসকে।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগান ইনিংসের শুরুতেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে () তুলে নেন জফরা আর্চার। একই ওভারে ডানহাতি এই ফাস্ট বোলার এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সেদিকউল্লাহ আটালকে () নবম ওভারে অভিজ্ঞ রহমত শাহকেও () তুলে নেন আর্চার।

প্রথম পাওয়ারপ্লের ভেতর ৩৭ রানে উইকেট হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে শতরানের জুটি গড়েন জাদরান। ৪০ রান করা শাহিদিকে বোল্ড করে ১০৩ রানের এই জুটি ভাঙেন আদিল রশিদ।

পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৭ রানের জুটি গড়েন জাদরান। তবে এখানে বেশি আক্রমাত্মক ছিলেন ওমরজাই। ৩১ বলে ৪১ করে তিনি ফিরলে এই জুটি ভাঙে। তবে এর আগেই ১০৬ বলে চার ছক্কায় প্রথম আফগান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি তুলে নেন জাদরান। ওয়ানডে বিশ্বকাপেও দেশের হয়ে প্রথম শতক হাঁকিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।

ওমরজাইয়ের বিদায়ের পরই ইংলিশ বোলারদের ওপর ঝড় তোলেন জাদরান মোহাম্মদ নবী। একের পর এক চার-ছক্কার ফুলঝুরিতে এই দুই ব্যাটার গড়েন ৫৫ বলে ১১১ রানের জুটি। শেষ ওভারের প্রথম বলে জাদরানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ৪০ রান করা নবীকেও ফেরান এই স্পিনার। এই দুই ব্যাটারের তাণ্ডবে শেষ ১০ ওভারে দলের খাতায় যোগ হয় ১১৩ রান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: