ভবিষ্যৎ দিকনির্দেশনা পেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

২৬ ফেব্রুয়ারি ২০২৫

ভবিষ্যৎ দিকনির্দেশনা পেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্তর দল হেরে যাওয়ায় টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আয়োজক পাকিস্তানেরও। ফলে দুই দলের শেষ ম্যাচটিকে অনেকে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তা মানতে নারাজ। ভবিষ্যতের দিকনির্দেশনা পাওয়ার জন্য স্বাগতিকদের বিপক্ষে তার দল মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।

নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ হারা পাকিস্তানের আশা টিকে ছিল বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচের ফলের ওপর। কিন্তু প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয় শান্তর দলকে। ফলে তাদের সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় স্বাগতিকদেরও।  

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সালাউদ্দিন এই ম্যাচ থেকে ভবিষ্যতের অনুপ্রেরণার খোঁজে আছেন।

টুর্নামেন্টে যদি ভবিষ্যৎ দেখেন তাহলে এখান থেকে পাওয়ার কিছু নেই। তবে এখানে একটা টুর্নামেন্ট খেলতে আসছি, আমাদের শেষ ম্যাচ, এখানে ছেলেরা যদি ভালো কিছু করতে পারে সেটা আমাদের জন্য ভালো একটা দিকনির্দেশনা হবে।

এরপরই যেন কিছুটা দার্শনিকের ভঙ্গিতে বাংলাদেশের এই সহকারী কোচ বলেন, “প্রতিটা ম্যাচে আমাদের উন্নতির জায়গা আছে। যে জায়গাগুলোতে আমাদের খুব তাড়াতাড়ি পূর্ণ করা উচিত। আপনি কখন কোন সময়ে আত্মবিশ্বাস পাবেন এবং আপনার জীবনের গতিপথ বদলে যেতে পারে, সেটা আসলে কেউ বলতে পারে না। প্রতিটা ম্যাচই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। সামনে আরও ভবিষ্যত আছে। যদি এই ম্যাচটা অনেকে ভালো খেলে তাহলে তার জন্য সামনে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তাই আমি মনে করি প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দেশের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা সালাউদ্দিন বলেন, “টুর্নামেন্ট থেকে আমরা হয়তো বাদ হয়ে গেছি, কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হওয়াই সবকিছু না কারণ আপনার সামনে আরও ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যতটাও তো আপনাকে দেখতে হবে। এই ম্যাচটাও হয়তো আমাদের ক্রিকেটের জন্য টার্নিং-পয়েন্ট হতে পারে।

মন্তব্য করুন: