ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইল আফগানিস্তান

২৬ ফেব্রুয়ারি ২০২৫

ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইল আফগানিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে ইবরাহিম জাদরানের রেকর্ড গড়া ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় বোলাররা ভালো শুরুও এনে দিয়েছিলেন। তবে জো রুটের দুর্দান্ত শতকে ম্যাচে ফিরেছিল ইংল্যান্ড। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং নৈপুণ্যে শেষ হাসি হেসেছে আফগানরাই। রোমাঞ্চকর ম্যাচে ইংলিশদের ৮ রানে হারিয়ে সেমি-ফাইনালের দৌড়ে টিকে রইল তারা।

বুধবার লাহোরে জাদরানের ১৭৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে রুটের ১২০ রানের ইনিংসের পর ৩১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল জস বাটলারের দল।

রান তাড়ায় সাড়ে পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান রুট। দলকে রেখেছিলেন জয়ের পথেও। কিন্তু ৪৬তম ওভারে অভিজ্ঞ এই ব্যাটারকে তুলে নিয়ে আফগানদের ম্যাচে ফেরান ওমরজাই। এরপর জেইমি ওভারটন ও জফরা আর্চারের জুটিতে ম্যাচ জয়ের আশা জাগানো ইংলিশদের স্বপ্ন ভেঙে দেন ডানহাতি এই পেসার। শেষ পর্যন্ত তার শিকার ৫ উইকেট।

৫৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন ওমরজাইতবে ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন জাদরান। ব্যাট হাতে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এবং আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ডানহাতি এই ওপেনার তার ১৪৬ বলের ইনিংসটি সাজান ১২ চার ও ৬ ছক্কায়।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। ৩০ রানের মধ্যে তারা হারায় ফিল সল্ট (১২) ও জেইমি স্মিথের (৯) উইকেট। তৃতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে দলকে টেনে তুলতে শুরু করেন রুট। কিন্তু ডাকেটকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৬৮ রানের এই জুটি ভেঙে তাদের আবারও চাপে ফেলেন রশিদ খান।

হ্যারি ব্রুকও ২৫ রানের বেশি করতে পারেননি। পঞ্চম উইকেটে অধিনায়ক বাটলারের সঙ্গে জুটি গড়ে দলকে চাপমুক্ত করে জয়ের দিকে নিতে থাকেন রুট। কিন্তু এ পথে বাধা হয়ে দাঁড়ান ওমরজাই। ৩৮ রান করা ইংলিশ অধিনায়ককে ফিরিয়ে ৮৩ রানের এই জুটি ভাঙেন তিনি। লিয়াম লিভিংস্টোনও (১০) ফেরেন দ্রুতই।

ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা যখন প্রায় নীভু নীভু, তখনই ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে দলের জয়ের আশা জাগান রুট। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে এটি তার প্রথম শতক। সপ্তম উইকেটে ওভরটনকে নিয়ে রুট গড়েন ৫৫ রানের জুটি।

রুটের পর ৩২ রান করা ওভারটনকে তুলে নিয়ে আফগানদের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলেন ওমরজাই। এরপর ফজলহক ফারুকি তুলে নেন আর্চারের উইকেট। আর ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে আদিল রশিদকে ফিরিয়ে দলকে রোমাঞ্চকর এক জয় এনে দেন ওমরজাই।

ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংস খেলে জয়ের নায়ক জাদরানএর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারেই ৩৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে ১০৩, পঞ্চম উইকেটে ওমরজাইয়ের সঙ্গে ৭২ এবং ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ঝড়ো ১১১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন জাদরান। শাহিদি ৬৭ বলে ৪০, ওমরজাই ৩১ বলে ৪১ ও নবী ২৪ বলে ৪০ রান করেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলতে জাদরান পেছনে ফেলেন গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রান করা ডাকেটকে। আর দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলতে তিনি ছাড়িয়ে যান নিজেরই ১৬২ রানের আগের রেকর্ডকে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে একই মাঠে মুখোমুখি হবে আফগানিস্তান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: