শেষ ম্যাচে মাঠে নামতে পারল না বাংলাদেশ

২৭ ফেব্রুয়ারি ২০২৫

শেষ ম্যাচে মাঠে নামতে পারল না বাংলাদেশ

আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের। ফলে দুদলের শেষ ম্যাচটি হয়ে গিয়েছিল কেবল নিয়ম রক্ষার। কিন্তু প্রকৃতির বাধায় একটি বলও মাঠে গড়াল না সেই ম্যাচের। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আয়োজকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছে নাজমুল হোসেন শান্ত দল।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। কয়েক দফা অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

পাকিস্তানের সমান ১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় ‘এ গ্রুপের তিন নম্বরে থেকে আসর শেষ করল শান্তর দল।

ভারত ও নিউ জিল্যান্ডের কাছে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। নিউ জিল্যান্ড ও ভারতের কাছে হেরেছিল পাকিস্তানও।

এই নিয়ে রাওয়ালপিন্ডিতে টানা দুটি ম্যাচ পরিত্যক্ত হলো। গত মঙ্গলবার বৃষ্টির কারণে কোনো বল গড়ানো ছাড়াই শেষ হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি।

মন্তব্য করুন: