চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দাঁড়ানোর কারণ জানালেন স্টার্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দাঁড়ানোর কারণ জানালেন স্টার্ক

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে এমনিতেই চোটের কারণে দলের তিন মূল খেলোয়াড় না থাকায় শক্তি হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল থেকে সরে দাঁড়ান মিচেল স্টার্ক। টুর্নামেন্ট চলার মাঝে এর পেছনের কারণটা জানিয়েছেন বাঁহাতি এই পেসার।

গোঁড়ালির চোটের সঙ্গে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ৩৫ বছর বয়সী এই পেসার।

উইলো টক পডকাস্টে স্টার্ক বলেন, “কয়েকটি ভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে কিছু ব্যক্তিগত মতও রয়েছে। আমি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন গোঁড়ালির ব্যথায় কিছুটা ভুগেছি। তাই এটা সঠিকভাবে সুস্থ করা জরুরি। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরও রয়েছে। 

আগামী জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেকে পুরো ফিট রাখার জন্যও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেননি বলেন জানান দেশের হয়ে ৩৮২ টেস্ট উইকেট নেওয়া এই পেসার।

আইপিএলও আছে। তবে আমার প্রধান লক্ষ্য টেস্ট ফাইনাল। তাই শরীরকে ঠিকঠাক অবস্থায় নিয়ে যেতে চাই, কিছু ম্যাচ খেলতে চাই, যেন ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি।

স্টার্কের সরে দাঁড়ানো এবং আগেই চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় পেস আক্রমণের শক্তি হারায় অজিরা। ফলে অনভিজ্ঞ এই পেস আক্রমণ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে এসেছে তারা।

বি গ্রুপ থেকে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত করতে ২০০৬ ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে হেরে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের দিকে।

মন্তব্য করুন: