ওমরজাইয়ের শেষের ঝড়ে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

২৮ ফেব্রুয়ারি ২০২৫

ওমরজাইয়ের শেষের ঝড়ে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠতে হলে জিততেই হবে আফগানিস্তানকে। এই সমীকরণ মাথায় রেখে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ডকে বিদায় করে চমক দেখানো দলটি।

শুক্রবার লাহোরে ‘বি গ্রুপ থেকে শেষ চারে ওঠার লড়াইয়ে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারে সেদিকউল্লাহ আটালের ৮৫ ও শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ৬৭ রানের সুবাদে ইনিংসের শেষ বলে ২৭৩ রানে অলআউট হয় আফগানরা।

আগের দুই ম্যাচের মতো এদিনও শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন স্পেন্সার জনসন। তবে ইবরাহিম জাদরান ও আটালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে তারা। এই জুটিকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি অ্যাডাম জ্যাম্পা। আগের ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলা জাদরানকে (২২) ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটিটি ভাঙেন এই লেগ-স্পিনার।

অভিজ্ঞ রহমত শাহও (১২) টেকেননি বেশিক্ষণ। ৯১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে নিয়ে জুটি বেঁধে চাপ সামাল দেন আটাল। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেও এগুচ্ছিলেন তিনি। কিন্তু জনসনের বলে দারুণ এক ক্যাচ নিয়ে ৮৫ রানে থাকা বাঁহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান স্টিভ স্মিথ। ৬৮ রানের এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেননি শাহিদিও। ধুঁকতে থাকা আফগান অধিনায়ককে (২০) ফেরান জ্যাম্পা।

পরের ওভারেই রানআউটে কাটা পড়েন অভিজ্ঞ মোহাম্মদ নবী (১)। গুলবাদিন নাইবও (৪) ফেরেন দ্রুতই। রশিদ খানকে নিয়ে ২৩ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে থাকা দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন ওমরজাই। ১৭ বলে ১৯ রান করে রশিদ ফিরলেও দলকে আড়াইশ পার করান ডানহাতি এই ব্যাটার। এরপর ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। শেষ পর্যন্ত তার ৬৩ বলে ৫ ছক্কা ও ১ চারে সাজানো ইনিংসটি থামান বেন ডোয়ার্শিস।

অস্ট্রেলিয়ার হয়ে ডোয়ার্শিস নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন জনসন ও জ্যাম্পা।

মন্তব্য করুন: