রানআউটের আবেদন ফিরিয়ে নিলেন স্মিথ

২৮ ফেব্রুয়ারি ২০২৫

রানআউটের আবেদন ফিরিয়ে নিলেন স্মিথ

৪৭তম ওভারের শেষ বল। তখনও আড়াইশ রান হয়নি আফগানিস্তানের। হাতে ছিল দুই উইকেট। এমন সময় রানআউটের জন্য আবেদন করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু অধিনায়ক স্টিভেন স্মিথ তা ফিরিয়ে নিয়েছেন।

শুক্রবার লাহোরে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পরের ওভারে স্ট্রাইক নিজের কাছে রাখতে মিডউইকেটের দিকে বল ঠেলে দিয়ে এক রান নেন আজমতউল্লাহ ওমরজাই। স্ট্রাইকারের প্রান্তে রান পূর্ণ করে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন নূর আহমেদ। তিনি হয়তো ভেবেছিলেন ওভার পূর্ণ হয়ে গেছে। কিন্তু তখনই স্টাম্প ভেঙে রানআউটের আবেদন জানান উইকেটরক্ষক জশ ইংলিস।

আপিলের পর মাঠের দুই আম্পায়ারকে একসঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। কিন্তু তখনই আম্পায়ার কুমার ধর্মসেনাকে স্মিথ জানান, তিনি আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছেন।

সে সময় আফগানদের সংগ্রহ ছিল ২৪৭ রান। ওমরজাই ছিলেন ৪৮ রানে। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটারের ঝড়ো ৬৭ রানের ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় আফগানিস্তান। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে সেমি-ফাইনালে পা রাখবে রশিদ-নবীরা।

এর আগেও এরকম এক আউটের আবেদন করে বেশ সমালোনার জন্ম দিয়েছিল অস্ট্রেলিয়া। লর্ডসে অনুষ্ঠিত ২০২৩ অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে বল ডেড হয়ে গিয়েছে ভেবে ক্রিজ থেকে বেরিয়ে যান জনি বেয়ারস্টো। সে সময় সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। বলটি ডেড না হওয়ায় বেয়ারস্টোকে স্টাম্পিং আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। ৪৩ রানে ম্যাচটি জিতে সিরিজে ২-০ তে এগিয়ে যায় অজিরা।

মন্তব্য করুন: