বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে পারেন সাকিব

২৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে পারেন সাকিব

গত সেপ্টেম্বরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে এরপর থেকে খেলছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয়। পরিস্থিতি বিবেচনায় জাতীয় দলের হয়ে মাঠে নামাটাও প্রায় শেষ হয়ে গেছে দেশসেরা এই ক্রিকেটারের। কিন্তু এরই মাঝে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামতে পারেন তিনি।

এশিয়ান লেজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে পারেন সাকিব। আগামী ১০ মার্চ ভারতে শুরু হতে যাওয়া এশিয়ার অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে এশিয়ান স্টার্সের হয়ে নাম লিখিয়েছেন আগামী মাসে ৩৮ বছর বয়সে পা দিতে যাওয়া এই ক্রিকেটার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এশিয়ান স্টার্সের হয়ে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিরা। সেখানে জানানো হয়, শুরুতে বাংলাদেশ টাইগার্সের হয়েই খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত এশিয়ান স্টার্স বাঁহাতি এই অলরাউন্ডারকে দলে নেয়।

মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে গঠিত বাংলাদেশ টাইগার্স দলে আছেন তামিম ইকবাল। এই দুই তারকার সঙ্গে আরও আছেন তুষার ইমরান, শফিউল ইসলাম, শুভাগত হোম, নাঈম ইসলাম, ইলিয়াস সানির মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা।

অন্যদিকে এশিয়ান স্টার্সে সাকিব সতীর্থ হিসেবে পেয়েছেন স্বদেশি অলোক কাপালি, ভারতের কেদার যাদব, সৌরভ তিওয়ারি, শ্রীলঙ্কার লাহিরু থিরিমানে ও দিলশান মুনাবিরাদের।

মন্তব্য করুন: