ভারতের বিপক্ষে কে খেলবে না জেনেই দুবাইয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, দ. আফ্রিকা

ভারতের বিপক্ষে কে খেলবে না জেনেই দুবাইয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, দ. আফ্রিকা

আগেই শেষ চার নিশ্চিত করা ভারত মঙ্গলবার প্রথম সেমি-ফাইনাল খেলবে দুবাইয়ে। কিন্তু তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা হবে সেটি ঠিক হবে রোববার রাতে নিউ জিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার দলের ম্যাচ শেষের পর। কিন্তু ভারতের প্রায় ঘরের মাঠ হয়ে যাওয়া দুবাইয়ে প্রতিপক্ষেরও তো কিছুটা হলেও প্রস্তুতি নিতে হবে। তাই কে ভারতের বিপক্ষে খেলবে না জেনেই  শনিবারই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়বি গ্রুপ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। অন্যদিকে শনিবার ইংল্যান্ডকে ১৭৯ রান আটকে রেখে শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকাও। এই দুই দল তাদের প্রতিটি ম্যাচই খেলেছে পাকিস্তানে। অন্যদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ভারত খেলছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইয়ের পিচ আর কন্ডিশনের কথা মাথায় রেখেই দল সাজিয়েছে তারা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারত জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠবে ভারত। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবেবি গ্রুপের রানার্স-আপ অস্ট্রেলিয়া। অন্যদিকে রোহিত শর্মার দল কিউইদের কাছে হেরে গেলে তারা খেলবেবি গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

শনিবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ইতোমধ্যে দুবাইয়ের পথে রয়েছে অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড ম্যাচ শেষে শনিবার রাতেই করাচি থেকে দুবাইয়ের বিমান ধরবে প্রোটিয়ারা। দুবাইয়ের সেমি-ফাইনালে খেলতে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ম্যাচের পর প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ ঠিক হলে এই দুই দলের একটি আবার পাকিস্তানে ফিরে আসবে। বার বার ভ্রমণের ধকল সামলে লাহোরে তারা আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে।

ভারত-পাকিস্তানের বৈরি রাজনৈতিক সম্পর্কের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনাল ফাইনালের ম্যাচ নিয়ে এমন জটিলতা সৃষ্টি হয়েছে। ভারত ফাইনালে উঠলে মার্চ শিরোপা লড়াইটি হবে সেখানেই। কিন্তু রোহিত শর্মার দল সেমি-ফাইনাল থেকে বিদায় নিলে দ্বিতীয় সেমি-ফাইনালের মতো ফাইনালটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

মন্তব্য করুন: