বিশ্বসেরা হওয়ার লক্ষ্য টানা ৫টি ফিফটি হাঁকানো ক্লাসেনের 

বিশ্বসেরা হওয়ার লক্ষ্য টানা ৫টি ফিফটি হাঁকানো ক্লাসেনের 

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন হাইনরিখ ক্লাসেন। সবশেষ পাঁচ ওয়ানডেতেই হাঁকিয়েছেন ফিফটি। তবে চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ তার মূল লক্ষ্যটা আরও বড়। বিশ্বসেরা হতে চান দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটার।

শনিবার করাচিতেবি গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে উইকেটের জয় এনে দেন ক্লাসেন। এই ম্যাচের আগের চার ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটার আউট হন ৮৭, ৮১, ৯৭ ৮৬ রান করে। সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

প্রোটিয়াদের সেমি-ফাইনাল নিশ্চিত করা ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, “এই সফরের জন্য রব ওয়াল্টারের (দক্ষিণ আফ্রিকার হেড কোচ) সঙ্গে আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি। আমি বিশ্বসেরা হতে চাই।

ওয়ানডেতে ব্যাটারদের ্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বরে আছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। ৫৫ ইনিংসে ৪৪ দশমিক ৫৪ গড় এবং ১১৭ দশমিক ৩৪ স্ট্রাইকরেটে তিনি করেছেন হাজার ১৩৮ রান।

তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক হওয়া ক্লাসেনের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে তার বয়স ৩০ বছর পার হওয়ার পর। সময় খেলা ৩৫ ইনিংসে প্রায় ৫১ গড় ১২৯ দশমিক ৪৫ স্ট্রাইকরেটে রান করেন হাজার ৬২৬। সেঞ্চুরি হাঁকান তিনটি ফিফটি আটটি। অথচ এর আগে খেলা ২০ ইনিংসে তিনি রান করেন ৫১২। সময় স্ট্রাইকরেট ছিল ৯০ দশমিক ৪৫।

এই ফর্ম ধরে রেখে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাওয়া ক্লাসেন বলেন, “আমি জানি, আমি পরিস্থিতি অনুযায়ী খেলতে পারি এবং যতটা সম্ভব বল মাটিতে রেখে খেলার চেষ্টা করি। যেমনটা আজ করেছি। আজকের ইনিংস নিয়ে আমি খুশি শান্ত থেকে আমার টেকনিকের ওপর ভরসা রেখেছি।

মন্তব্য করুন: