বরুণের স্পিনে কাবু নিউ জিল্যান্ড

বরুণের স্পিনে কাবু নিউ জিল্যান্ড

পেসারদের নৈপুণ্যে ভারতকে আড়াইশ রানের নিচে আটকে রেখেছিল নিউ জিল্যান্ড। রান তাড়ার শুরুটা ভালো না হলেও একটা সময় পর্যন্ত ম্যাচেও ছিল তারা। কিন্তু বরুণ চক্রবর্তীর স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে হেরেই গেছে মিচেল স্যান্টনারের দল। কিউইদের ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে ভারত। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে সেমি-ফাইনালের লাইন-আপও।

রোববার দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রেয়াস আইয়ারের ফিফটির ওপর ভর করে ৯ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ৮১ রান করা কেইন উইলিয়ামসন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি স্পিনারদের সামনে। বরুণের ৫ উইকেট শিকারে ২৭ বল আগেই ২০৫ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড।

রোহিত শর্মার দল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মঙ্গলবার দুবাইয়ে তারা প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। পরদিন লাহোরে ফাইনালে ওঠার দ্বিতীয় লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কিউইরা।

রান তাড়ায় চতুর্থ ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রর উইকেট হারায় নিউ জিল্যান্ড। আরেক ওপেনার উইল ইয়ং ২২ রানের বেশি করতে পারেননি। তাকে বোল্ড করে উইকেট শিকারের সূচনা করেন বরুণ।

৪৯ রানের ভেতর দুই ওপেনারকে হারানোর পর স্পিনারদের ঘূর্ণিতে রানের গতি কমে আসে নিউ জিল্যান্ডের। তৃতীয় উইকেটে উইলয়ামসন ও ড্যারেল মিচেল ৪৪ রানের জুটি গড়তে খেলেন ৮২ বল। ধুঁকতে থাকা মিচেলকে (১৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব।

পরের তিন ব্যাটার টম ল্যাথাম (১৪), গ্লেন ফিলিপস (১২) ও মাইকেল ব্রেসওয়েলও (২) ফেরেন এলবিডাব্লিউর ফাঁদে পড়ে। দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া নিউ জিল্যান্ড শেষ ধাক্কাটা খায় উইলিয়ামসনের বিদায়ে। ১২০ বলে ৭ চারে ইনিংস সাজানো অভিজ্ঞ এই ব্যাটারকে স্টাম্পিং করান অক্ষর প্যাটেল।

শেষ দিকে স্যান্টনারের ২৮ রান কেবল পরাজয়ের ব্যবধানটাই কমায়। ভারতের হয়ে দুটি উইকেট নেন যাদব। একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া, অক্ষর ও রবীন্দ্র জাদেজা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই পেস তোপে ৩০ রানের ভেতন শুবমান গিল (২), রোহিত (১৫) ও বিরাট কোহলির (১১) উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে ভারত। এর মধ্যে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা ফিলিপস ডান দিকে ঝাপিয়ে হাওয়ায় ভেসে দ্রুত গতিতে যাওয়া বলকে তালুবন্দি করে কোহলিকে সাজঘরে ফেরান।

দ্রুত তিন উইকেট হারানোর পর অক্ষরকে নিয়ে জুটি গড়ে দলকে টেনে তুলতে শুরু করেন আইয়ার। ৭৫ বলে ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। অক্ষরকে (৪২) ফিরিয়ে ৯৮ রানের এই জুটি ভাঙেন রবীন্দ্র।

এরপর ৭৯ রান করা আইয়ার ফিরলে ভাঙে পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে গড়া ৪৪ রানের জুটিটি। দ্রুত ফেরেন রাহুলও (২৩)। ম্যাট হেনরির বলে পয়েন্টে বাঁ দিকে ঝাপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জাদেজাকে (১৬) ফেরান উইলিয়ামস।

শেষ ওভারে ৪৫ রানে ফেরার আগে দ্রুত রান তুলে দলের স্কোর আড়াইশর কাছাকাছি নিয়ে যান পান্ডিয়া।

নিউ জিল্যান্ডের হয়ে ৫ উইকেট ডানহাতি পেসার নেন হেনরি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: