এবার চোটে মারক্রাম, সেমিতে পাওয়া নিয়ে শঙ্কা

এবার চোটে মারক্রাম, সেমিতে পাওয়া নিয়ে শঙ্কা

নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে এইডেন মারক্রামের চোট। ডানহাতি এই ব্যাটারের বদলি হিসেবে দলে বাড়তি খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন বাঁহাতি স্পিন-অলরাউন্ডার জর্জ লিন্ডে।

গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষেবি গ্রুপের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মারক্রাম। এরপর বাকিটা সময় মাঠের বাইরে ছিলেন সেই ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায় তার ফিটনেস টেস্ট নেওয়া হবে। এরপরই জানা যাবে বুধবারের দ্বিতীয় সেমি-ফাইনালে তিনি খেলতে পারবেন কি না।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একাধিক চোট সমস্যায় ভুগছে দক্ষিণ আফ্রিকা। দল থেকে ছিটকে যান আনরিখ নরকিয়া, জেরাল্ড কুটসিয়া, নান্দ্রে বার্গার লিজাড উইলিয়ামস। এরা সবাই ফাস্ট বোলার ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন লিন্ডে। তবে এখনই তাকে মূল দলে অন্তর্ভুক্ত করা হবে না। মারক্রাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে এবং আইসিসির টেকনিক্যাল কমিটি অনুমোদন দিলে তবেই লিন্ডেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হবে।

চলতি বছরের দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির আসর এসএ২০ লিগে এমআই কেপ টাউনের প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিন্ডে। ১১ ম্যাচে ১৫৩ দশমিক স্ট্রাইক-রেটে ১৬১ রান করার পাশাপাশি বল হাতে দশমিক ২৯ ইকোনমিতে শিকার করেন ১১ উইকেট।

তবে মারক্রামকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর নিয়ে এসেছে অধিনায়ক টেম্বা বাভুমা ওপেনার টনি ডি জর্জির সেরে ওঠা। মঙ্গলবার তারা দলের সঙ্গে অনুশীলন করবেন।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন: