স্মিথ-ক্যারির ফিফটিতে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার
৪ মার্চ ২০২৫

ট্র্যাভিস হেডের আগ্রাসী শুরুর পর হাল ধরেছিলেন স্টিভেন স্মিথ। অ্যালেক্স ক্যারিকে নিয়ে দলকে রেখেছিলেন বড় সংগ্রহের পথেও। কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ককে ফিরিয়ে লাগাম টেনে ধরেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ফাইনালে ওঠার লড়াইয়ে রোহিত শর্মার দলকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি-ফাইনালে তিন বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৭৩ রান করা স্মিথের বিদায়ের পর ক্যারি ৬১ রান করে সাজঘরে ফিরলে স্কোরটা খুব বেশি বড় করতে পারেনি তারা।
টস জিতে ব্যাটিংয়ে নামার পর প্রথম বৈধ ডেলিভারিতে সাজঘরে ফিরতে পারতেন হেড। কিন্তু তার ফিরতি ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মোহাম্মদ শামি। তবে নিজের পরের ওভারেই দলে আসা কুপার কনোলিকে শূন্য রানে ফেরান ডানহাতি এই পেসার। এরপরই হাত খুলে খেলতে শুরু করেন হেড। তবে শুরুটা ধরে রাখতে পারেননি হেড। বরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই আক্রমণ করতে গিয়ে লং-অফে ক্যাচ দেন ৩৯ রান করা এই ব্যাটার।
এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে তৃতীয় উইকেটে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন স্মিথ। এরপরই রবীন্দ্র জাদেজার বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন লাবুশেন (২৯)। জশ ইংলিসও (১১) বেশিক্ষণ টেকেননি।
পঞ্চম উইকেটে স্মিথ-ক্যারির জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে অস্ট্রেলিয়া। ৬৮ বলে ফিফটি তুলে নেওয়া স্মিথ ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু শামির ফুলটস বলকে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ৫৪ রানের জুটিটি। অক্ষর প্যাটেলের করা পরের ওভারে একটি ছক্কা হাঁকিয়ে পরের বলে বোল্ড হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও।
দ্রুত দুই উইকেট হারানোর পর কমে আসে রানের গতিও। সপ্তম উইকেটে বেন ডোয়ার্শিসকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন ক্যারি। এর মাঝে ৪৮ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। ৪৮তম ওভারের প্রথম বলে দুই রান নিতে শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত থ্রোতে রানআউটে কাটা পড়েন তিনি। ২৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪৯ ওভার ৩ বলে।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: