ওয়ানডেতে টস হারের রেকর্ডের সামনে রোহিত

ওয়ানডেতে টস হারের রেকর্ডের সামনে রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু, এরপর এই ফরম্যাটে আর টসে জিততে পারেননি রোহিত শর্মা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালের লড়াইয়ে টানা ১১ ম্যাচে টসে হেরেছেন ভারতের এই অধিনায়ক। ওয়ানডে টানা টস হারের দিক দিয়ে তার সামনে এখন কেবল আছেন ব্রায়ান লারা।

এখন পর্যন্ত ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ১২ ম্যাচে টস হারার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারার। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ ম্যাচ পর্যন্ত তার নেতৃত্বে কোনো ওয়ানডেতে টসে জিতেনি ওয়েস্ট ইন্ডিজ।

রোহিত ছাড়াও টানা ১১ ওয়ানডেতে টস হেরেছেন নেদারল্যান্ডসের পিটার বোরেন। এই ফরম্যাটে কেবল এই তিন অধিনায়কই অন্তত টানা ১০ ম্যাচে টস হেরেছেন।

এছাড়াও ২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে এখন পর্যন্ত এই ফরম্যাটে টানা ১৪ ম্যাচে টস জিততে পারেনি ভারত। এর মাঝে লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল তারা। সেই ম্যাচগুলোতেও টস হারে তারা।

এর আগে ওয়ানডেতে টানা ১১ ম্যাচে টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই রেকর্ড নিজেদের করে নেয় ভারত।

মন্তব্য করুন: