ক্যাচ নেওয়ায় দ্রাবিড়-পন্টিংকে ছাড়িয়ে গেলেন কোহলি
৪ মার্চ ২০২৫

ব্যাট হাতে অসংখ্য কীর্তির মালিক বিরাট কোহলি। এবার ফিল্ডার হিসেবে ক্যাচ নেওয়ার দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি-ফাইনালে এই দুই কিংবদন্তিকে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা এই ক্রিকেটার।
মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ২৭তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিয়ে ওয়ানডেতে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার তালিকার দুইয়ে থাকা পন্টিংয়ের ১৬০ ক্যাচকে স্পর্শ করেন কোহলি। এরপর ৪৯তম ওভারের শেষ বলে ন্যাথান এলিসের ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে যান পন্টিংকে।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করতে কোহলি খেলেছেন ৩০১ ওয়ানডে। এই ফরম্যাটে তার ক্যাচ এখন ১৬১টি। ২১৮ ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার তালিকার ছয় নম্বরে থাকা দ্রাবিড়ের ৩৩৪ ক্যাচকে আগের ম্যাচেই স্পর্শ করেছিলেন কোহলি। রবীন্দ্র জাদেজার বলে শর্ট কাভারে ইংলিসের ক্যাচ নিয়ে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ছাড়িয়ে যান স্বদেশিকে।
৫৪৯ আন্তর্জাতিক ম্যাচে ৩৩৬ ক্যাচ নিয়ে এই তালিকার পাঁচ নম্বরে এখন কোহলি। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে তার সামনে আর কেউ নেই। এখানেও শীর্ষে আছেন ৪৪০ ক্যাচ নেওয়া জয়াবর্ধনে। তার পরের তিন অবস্থানে আছেন পন্টিং (৩৬৪), রস টেইলর (৩৫১) ও জ্যাক ক্যালিস (৩৩৮)।
মন্তব্য করুন: