ভারতের বাড়তি সুবিধা পাওয়ার প্রশ্নে ক্ষুব্ধ গম্ভীর

ভারতের বাড়তি সুবিধা পাওয়ার প্রশ্নে ক্ষুব্ধ গম্ভীর

বিতর্কটা চ্যাম্পিয়নস ট্রফির শুরু থেকেই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো যখন ভিন্ন ভিন্ন শহরে ঘুরে টুর্নামেন্ট খেলতে ব্যস্ত, তখন কেবল দুবাইতেই প্রস্তুতিসহ সব ম্যাচ খেলেছে ভারত। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বিষয়টিকে ‘বাড়তি সুবিধা হিসেবে অভিহিত করে সমালোচনাও করেছেন। আর সেমি-ফাইনালের পর এই প্রশ্ন করায় রীতিমত তেলেবেগুনে জ্বলে উঠেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে গিয়ে দেশটির ক্রিকেট বোর্ড খেলতে রাজি না হওয়ায় শিরোপা লড়াইটিও হবে দুবাইয়ে। ফলে টানা পাঁচটি ম্যাচই তারা খেলবে একই ভেন্যুতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গম্ভীর দাবি করেন, একই ভেন্যুতে সব ম্যাচ হলেও তাদের জন্য অতিরিক্ত কোনো সুবিধা ছিল না।

প্রথমত, এটি আমাদের জন্য যেমন নিরপেক্ষ ভেন্যু, তেমনই অন্য যে কোনো দলের জন্যও। আমরা এখানে শেষ কবে খেলেছি, তা মনে করতে পারছি না। আমরা পরিকল্পিতভাবে স্পিন নির্ভর কোনো দল সাজাইনি। স্কোয়াডে যদি দুইজন ফ্রন্টলাইন স্পিনার থাকে, তাহলে পাকিস্তান হোক বা অন্য যেকোনো জায়গা, আমরা তাদের খেলাতামই। কারণ, এটি উপমহাদেশের কন্ডিশনে হওয়া একটি প্রতিযোগিতা।

অতিরিক্ত সুবিধা পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে ভারত কোচ বলেন, “আপনারা যদি দেখেন, প্রথম দুই ম্যাচে আমরা মাত্র একজন ফ্রন্টলাইন স্পিনার খেলিয়েছি। এরপরের দুটি ম্যাচে দুজনকে খেলানো হয়েছে। কিন্তু এই নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন ধরনের বাড়তি সুবিধা? আমরা একদিনও এখানে অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে, যেখানে পরিবেশ আর এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। কিছু মানুষ শুধু অভিযোগ করতেই ভালোবাসে।

মন্তব্য করুন: