চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে উঠে রোহিতের অনন্য কীর্তি

চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে উঠে রোহিতের অনন্য কীর্তি

অস্ট্রেলিয়াকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। এতেই ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন রোহিত শর্মা।

মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমি-ফাইনালে ৪ উইকেটে জেতে ভারত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান রোহিত। এরপর ডানহাতি এই ব্যাটারের নেতৃত্বে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ও ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত।

ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতাতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে ১১ বছর পর আইসিসির শিরোপা জেতান রোহিত। আগামী রোববার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত জিতলে সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় অধিনায়ক হিসেবে ভারতকে এই টুর্নামেন্টের শিরোপা জেতাবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ শিরোপা জিতে ভারত। এর আগে ২০০২ সালে বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় দেশটি।

মন্তব্য করুন: