রবীন্দ্র-উইলিয়ামসনের শতকে নিউ জিল্যান্ডের রেকর্ড সংগ্রহ

রবীন্দ্র-উইলিয়ামসনের শতকে নিউ জিল্যান্ডের রেকর্ড সংগ্রহ

রাচিন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসনের শতকে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

বুধবার লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই সেঞ্চুরির পর শেষ দিকে গ্লেন ফিলিপসের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ৩৬২ রানের সংগ্রহ পায় মিচেল স্যান্টনারের দল। তারা ভেঙে দিয়েছে চলতি টুর্নামেন্টেই ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা সর্বোচ্চ ৩৫৬ রানের রেকর্ডটি।

ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দেন উইল ইয়ং ও রবীন্দ্র। অষ্টম ওভারে ইয়ং (২১) ফিরলে ভাঙে ৪৮ রানের জুটি। এরপরই প্রোটিয়া বোলারদের শাসন করতে শুরু করেন রবীন্দ্র-উইলিয়ামসন জুটি।

৯৩ বলে টুর্নামেন্টে দ্বিতীয় ও ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন রবীন্দ্র। ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটারের সবকটি সেঞ্চুরিই এল আইসিসির কোনো টুর্নামেন্টে। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। কাগিসো রাবাদার বলে ফেরেন ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করে। ভাঙে ১৬৪ রানের জুটি।

অবশ্য এই বড় জুটির পেছনে অবদান আছে হাইনরিখ ক্লাসেনেরও। ৮৩ রানে থাকা রবীন্দ্র ও ৫৬ রানে থাকা উইলিয়ামসনের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন এই উইকেটকিপার।

সঙ্গীর বিদায়ের পর ৯১ বলে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস। এরপরই স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করে।

টম ল্যাথাম (৪) টেকেননি বেশিক্ষণ। এরপরই বোলারদের ওপর ঝড় তোলেন ড্যারিল মিচেল ও ফিলিপস। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৩০ বলে যোগ করেন ৫৭ রান। মিচেল ৪৯ রানে ফেরার পর ফিলিপসও অপরাজিত থাকেন ৪৯ রানে। মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ২২ বলে ৪৬ রানের জুটি গড়ে দলকে রেকর্ড সংগ্রহ এনে দেন। শেষ ১০ ওভারে দলের খাতায় যোগ হয় ১১০ রান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: