মুশফিককের নিষ্ঠার কথা স্মরণ, টেস্টের জন্য শুভকামনা
৬ মার্চ ২০২৫

প্রায় ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ার মুশফিকুর রহিম জুটি বেঁধেছেন অনেক সতীর্থের সঙ্গে। তাদের কেউ এখন সাবেক, কেউ খেলছেন জাতীয় দলে। অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর দীর্ঘদিনের স্মৃতি তুলে এনে তার নিষ্ঠা ও পরিশ্রমের কথা উল্লেখ করেছেন সতীর্থরা। দিয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
বুধবার রাতে ফেইসবুকে এক পোস্টে বিদায়ের ঘোষণা দেন মুশফিক। বয়সভিত্তিক দল থেকেই তার সঙ্গে খেলে আসছেন তামিম ইকবাল। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগেও একসঙ্গে খেলছেন মোহামেডানের হয়ে। প্রিয়বন্ধুর বিদায়ে আবেগাপ্লুত তামিম এক ভিডিওবার্তায় তুলে ধরেন তাদের নানা স্মৃতির কথা।
“আজকে আসলে এমন একটা দিন... এমন একজন ব্যক্তি আজকে অবসর নিল, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের যাত্রা। একটা স্ট্যাটাসে আমি বোঝাতে পারতাম না, তার প্রতি আমার অনুভূতিটা কী বা আমার এখন কেমন অনুভূত হচ্ছে।”
“মুশফিককে এতটুকুই বলতে চাই, ‘দোস্ত তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকে। আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। একজন সাধারণ ব্যাটসম্যান থেকে কীভাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়েছিস, সেটা আমি দেখেছি।”
আগেই টি-টুয়েন্টি থেকে অবসর নেওয়ায় এখন কেবল টেস্ট ক্রিকেটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মুশফিক। বর্তমানে তিনি দাঁড়িয়ে আছেন শততম টেস্ট খেলার মাইলফলকের সামনে। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়তে ৩৭ বছর বয়সী এই ব্যাটারের দরকার আর ৬ ম্যাচ। তামিমেরও প্রত্যাশা মুশফিক এই মাইলফলক স্পর্শ করতে পারবে।
“এখনও তুই টেস্ট ক্রিকেট খেলবি, আমি দোয়া করি তুই ভালো করবি। আশা করি, তুই অন্তত একশ টেস্ট খেলবি। যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলেনি। আশা করব তুই একশতম টেস্ট অবশ্যই খেলবি।”
“আমি এই মুহূর্তে খুবই ইমোশনাল। তোর মনের অবস্থা বুঝতে পারছি। বাংলাদেশ তোকে মিস করবে নিশ্চিত। দেশের হয়ে তুই যা করেছিস, সামনের অনেক বছর মনে রাখা হবে। আমি ভাগ্যবান যে তোর সঙ্গে ডিপিএল খেলছি। তাই তোর সঙ্গে আরও কিছু সময় কাটাতে পারব। সব কিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক।”
২৭৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ৮২ ম্যাচে মাশরাফি বিন মোর্তজার অধীনে খেলেছেন মুশফিক। তার বিদায়বেলায় একসঙ্গে খেলার স্মৃতিচারণ করেন দেশের ওয়ানডে ইতিহাসের সফলতম অধিনায়ক।
“রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও...।”
মুশফিককে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, “প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে করা সেই শতক এখনও মনে আছে। খেলাটির প্রতি সম্মান, নিষ্ঠা এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার কঠোর পরিশ্রমের মানসিকতার প্রতিফলন এটি। যা যেকোনো ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশের ক্রিকেটের এক অমূল্য রত্ন। তোমার টেস্ট ক্রিকেটের যাত্রার জন্য শুভকামনা।”
মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লেখেন, “আমাদের লাখো মানুষের অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় মুশফিক ভাই। সত্যিকারের টিম ম্যান আপনি। খেলাটির প্রতি আপনার নিবেদন আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেটের সামনের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ক্রিকেট কখনোই আপনার অবদান ভুলবে না।”
মন্তব্য করুন: