উইকেটের পেছনে মুশফিকের বিকল্প কারা?

উইকেটের পেছনে মুশফিকের বিকল্প কারা?

ওয়ানডে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ক্রিকেটারের অবসরের পর এই শূন্যস্থান পূরণ করতে হবে বাংলাদেশকে। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের মধ্যে সেই জায়গা নেওয়ার সম্ভাবনা আছে লিটন দাস, নুরুল হাসান সোহান ও জাকের আলীর। কিন্তু ওয়ানডেতে তাদের সব মিলিয়ে ২৫ ম্যাচে কিপিং করার অভিজ্ঞতাও নেই। বিকল্প হিসেবে আর কাউকে গড়ে তোলার চেষ্টাও চোখে পড়েনি।

বুধবার রাতে ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে প্রায় ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মুশফিক। ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ বছর বয়সে ওয়ানডে অভিষেক ম্যাচে ফিল্ডার হিসেবে খেলেছিলেন তিনি। সে বছর ডিসেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের তুলে নেন গ্লাভস। এরপর জাতীয় দলের নিয়মিত উইকেটকিপিং শুরু করেন তিনি।

২৭৪ ওয়ানডেতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার ২৬০ ম্যাচেই খেলেছেন উইকেটকিপারের ভূমিকায়। এ সময় তিনি অবদান রাখেন ২৯৭টি ডিসমিসালে, যার মধ্যে আছে ২৪১টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং।

গত ১০ বছরে মুশফিক খেলেছেন এমন ৫ ম্যাচে তার জায়গায় কিপিং করেছেন লিটন। নিয়মিত উইকেটকিপারের অবর্তমানে বেশিরভাগ সময় সেই দায়িত্ব সামলেছেনও তিনি। কিন্তু সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে কেবল ১৪ ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াতে পেরেছেন ডানহাতি এই ব্যাটার। এই ম্যাচগুলোয় ১৩টি ক্যাচ ও একটি স্টাম্পিংয়ে অবদান রাখেন তিনি।

মুশফিকের অবর্তমানে ওয়ানডেতে কিপার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হয়তো এই ফরম্যাটে দলের বাইরে থাকা লিটনই। টি-টুয়েন্টি থেকে মুশফিকের অবসর এবং টেস্টে তিনি উইকেটকিপিং ছাড়ার পর সেই দায়িত্ব পালন করে আসছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭ ওয়ানডেতে কিপিং করেন সোহান। এ সময় ৬টি ক্যাচ ও ৪টি স্টাম্পিংসহ মোট ১০টি ডিসমিসালে অবদান রাখেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডেতে খুব একটা সুযোগ না পেলেও টি-টুয়েন্টিতে ৪৬ ম্যাচে কিপিং করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও উইকেটের পেছনে বেশ সফল সোহান।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা জাকের আলী এখন পর্যন্ত কেবল দুটি ওয়ানডেতে কিপিংয়ের দায়িত্ব সামলিয়েছেন। সেটিও মুশফিক ও লিটনের অবর্তমানে। গত বছর নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একটি করে কট বিহাইন্ড ও স্টাম্পিং করেন তিনি।

মন্তব্য করুন: