ফাইনালে অনিশ্চিত সর্বোচ্চ উইকেট শিকারি হেনরি
৭ মার্চ ২০২৫

টুর্নামেন্টজুড়ে আগুন ঝরানো বোলিংয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে তুলেছেন ম্যাট হেনরি। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা লড়াইয়ে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত বুধবার লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তবে এরপরও তিনি ম্যাচের শেষদিকে দুই ওভার বোলিং করেন তিনি। এমনকি মাঠে ফেরার পর তাকে ঝাপিয়ে পড়ে ফিল্ডিং করতেও দেখা যায়।
সেই ম্যাচ শেষে অধিনায়ক মিচেল স্যান্টনার ফাইনালে হেনরির খেলার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে শুক্রবার সাংবাদিকদের কিউই হেড কোচ গ্যারি স্টিড জানান, শিরোপা লড়াইয়ে হেনরির খেলার বিষয় নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
“আমাদের জন্য ইতিবাচক দিক হলো, সে ফিরে এসে বোলিং করেছে। আমরা তার স্ক্যান করিয়েছি এবং তাকে ফাইনালে খেলার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
“সে কাঁধে আঘাত পাওয়ার কারণে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করছি, সে ঠিক হয়ে যাবে।”
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেনরি এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন। তার সেরা পারফরম্যান্স ছিল ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। দুবাইয়ের সেই ম্যাচে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন।
আগামী রোববার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে নিউ জিল্যান্ড।
শেষ পর্যন্ত হেনরি খেলতে না পারলে তার বদলি হিসেবে দলে আসতে পারেন জ্যাকব ডাফি। তবে ১১ ওয়ানডে খেলা ডানহাতি এই পেসার এখনও চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ খেলেননি।
মন্তব্য করুন: