রোহিতকে ইনিংসে টিকে থাকার পরামর্শ গাভাস্কারের
৭ মার্চ ২০২৫

গত কয়েক বছর ধরে ওয়ানডেতে দলকে উড়ন্ত সূচনা দিয়ে আসছেন রোহিত শর্মা। ওপেনিংয়ে আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে বেশিরভাগ সময় আউট হচ্ছেন দ্রুত। এরকম দ্রুতগতির ইনিংস খেলার চেয়ে ভারত অধিনায়ককে দীর্ঘ সময় ক্রিজে থাকার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত রোহিতের সর্বোচ্চ স্কোর ৪১, যা তিনি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন। এরপর পাকিস্তানের বিপক্ষে ২০, নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ রান করে সাজঘরের পথ দেখেন।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার জানান, রোহিত যদি বেশি সময় ব্যাট করেন, তাহলে তা দলের জন্য বড় পরিবর্তন আনতে পারে। তার মতে, ওয়ানডেতে ভারত অধিনায়ক আক্রমণাত্মক ব্যাটিং দলকে আগ্রাসী শুরু এনে দিলেও তার দ্রুত আউট হয়ে যাওয়ার কারণে দলের উপর চাপ বাড়ে।
“যদি রোহিত অন্তত ২৫ ওভার ব্যাট করেন, তাহলে সে সময় ভারতের স্কোর ১৮০-২০০ রান হতে পারে। চিন্তা করে দেখুন, এমন পরিস্থিতিতে যদি তারা মাত্র দুই উইকেট হারিয়ে থাকে, তাহলে দল সহজেই ৩৫০ বা তার বেশি রান করতে পারবে।”
রোহিতকে ব্যাটিং কৌশল নিয়ে ভাবার পরামর্শ দিয়ে ভারতের এই সাবেক অধিনায়ক বলেন, “তার উচিত বিষয়টি নিয়ে চিন্তা করা। ক্রিজে গিয়ে আগ্রাসী ব্যাটিং করা এক জিনিস, তবে তার এমনভাবে খেলা উচিত যেন অন্তত ২৫-৩০ ওভার টিকে থাকতে পারে। যদি সে তা করতে পারে, তাহলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি হবে এবং এটি ম্যাচ জেতাতে প্রভাব রাখবে।”
অল্প রানে রোহিত সন্তুষ্ট কি না – জানতে চেয়ে গাভাস্কার বলেন, “একজন ব্যাটার হিসেবে তুমি কি ২৫-৩০ রানের ইনিংসে সন্তুষ্ট? হওয়া উচিত না! তাই আমি তাকে বলতে চাই, তুমি যদি ৭-৮ ওভারের বদলে ২৫ ওভার ব্যাট করেন, তাহলে দলের জন্য তার অবদান আরও বেশি হবে।”
আগামী রোববার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা লড়াইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।
মন্তব্য করুন: