এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের দুটি ম্যাচই ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।

শনিবার এক বিবৃতিতে সিরিজের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ এপ্রিল দেশের মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে। এরপর সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সিরিজটি।

দুই ম্যাচের টেস্ট সিরিজটি মূলত গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সে সময় পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দুদল।

সাম্প্রতিক সময়ে টেস্টে একদমই ভালো সময় যাচ্ছে না জিম্বাবুয়ের। নিজেদের খেলা সবশেষ ১০ ম্যাচের মধ্যে তারা হেরেছে ৮টিতেই। অন্যদিকে ঘরের মাঠে যেন ভালো খেলতেই ভুলে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ জয়টি আসে ২০২৩ সালের নভেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২৪ সালে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের দুটি সিরিজে বাজেভাবে হারতে হয় বাংলাদেশকে।

বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সেবার সফরকারীদের ইনিংস ১০৬ রানে হারিয়েছিল টাইগাররা। আর ২০২১ সালের জুলাইয়ে হারারেতে দুদলের সবশেষ দেখায় ২২০ রানে জিতেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত টেস্ট দুদলের ১৮ বারের দেখায় ৮টি জয় বাংলাদেশের, জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। বাংলাদেশের বিপক্ষে তাদের সবশেষ জয়টি আসে ২০১৮ সালে।

মন্তব্য করুন: