টি-টুয়েন্টির অধিনায়ক করা হতে পারে লিটনকে

টি-টুয়েন্টির অধিনায়ক করা হতে পারে লিটনকে

চলতি বছরের শুরুতে টি-টুয়েন্টিতে শেষ হয় অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অধ্যায়। তখন থেকেই অনেকের মনে প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব কাকে দেওয়া হবে? সে প্রশ্নের উত্তরে পুরোনো কারোর উপরই আস্থা রাখার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গত অক্টোবরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন শান্ত। এরপর জানুয়ারিতে বাঁহাতি এই ব্যাটারকে টি-টুয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার কাঁধেই দায়িত্ব দেওয়া হয়।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর ওয়ানডে টেস্টে অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। তবে টি-টুয়েন্টিতে ইতোমধ্যে নতুন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি।

শনিবার মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়ে বিসিবি সভাপতি বলেন, “এটা (টি-টুয়েন্টি অধিনায়কত্ব নিয়ে) আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুই-একজন টিটুয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, যারা এখনও একদম দলের বাইরে নয়। এরকম থেকে কাউকে (অধিনায়কত্বে) আমরা চেষ্টা করব।

ফারুকের কথার সূত্র ধরলে টি-টুয়েন্টির অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস। কেননা গত দুই বছরে শান্ত ছাড়া এই ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কেবল তিনি।

সবশেষ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেন লিটন। তার অধীনে ক্যারিবিয়ানদের তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর এই উইকেটকিপার-ব্যাটার জানিয়েছিলেন, বোর্ড দায়িত্ব দিলে পূর্ণ মেয়াদে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।

আগামী মে মাসের শেষ দিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের।

মন্তব্য করুন: