রোহিত-কোহলি ভবিষ্যৎ নিয়ে দলে কথা নেই: গিল
৮ মার্চ ২০২৫

নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামবে ভারত। শিরোপা লড়াইয়ের আগে দেশটির গণমাধ্যমে গুঞ্জন আছে, এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে শুবমান গিল জানিয়েছেন, দলের পুরো মনোযোগ এখন শিরোপা জয়ের দিকে।
রোববার দুবাইয়ে রোহিতের নেতৃত্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছেন গিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলতে চান।
“আমার দ্বিতীয় আইসিসি ফাইনালের জন্য বেশ রোমাঞ্চিত... গতবার যা করতে পারিনি, এবার সেটা করার চেষ্টা করব।”
চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ছন্দে আছে ভারতের ব্যাটিং লাইন-আপ। দলের প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যাটারই দলের প্রয়োজনে অবদান রেখে চলেছেন। গিলের চোখে তার খেলা ভারতের সেরা ব্যাটিং লাইন-আপ এটাই।
“আমার খেলা ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং লাইন-আপ। সর্বকালের সেরাদের মধ্যে বিরাট ভাই ও রোহিত ভাই। রোহিত ভাই অন্যতম সেরা ওপেনার, বিরাট ভাই সর্বকালের সেরাদের একজন। আমাদের ব্যাটিং লাইনআপে অনেক গভীরতা আছে — কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার — সবাই দুর্দান্ত।”
ওয়ানডেতে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও গিল জানান, দলের মধ্যে এই নিয়ে কোনো কথা হয়নি।
“ড্রেসিং রুমে বা আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। রোহিত ভাইও এখন কেবল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়েই ভাবছেন, আমাদের সবার মতো। তাই এসব নিয়ে কোনো কথা নেই।”
মন্তব্য করুন: