টস জিতে ফাইনালে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড

টস জিতে ফাইনালে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে নিউ জিল্যান্ড। চোটের কারণে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরিকে ছাড়াই মাঠে নামছে কিউইরা।

রোববার দুবাইয়ের শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। হেনরির বদলে দলে এসেছে আরেক পেসার ন্যাথান স্মিথ।

অন্যদিকে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। এই নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস হারল তারা। আর অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডেতে টসে জয়হীন থাকল রোহিত শর্মা।

গ্রুপ পর্ব ও সেমি-ফাইনাল মিলিয়ে ৪ ম্যাচে মোট ১০ উইকেট শিকার করেন হেনরি। ভারতের বিপক্ষে দুবাইয়ে গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান ডানহাতি এই পেসার।

নিউ জিল্যান্ড একাদশ:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেইমিসন, ন্যাথান স্মিথ, উইল ওরোর্ক

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

মন্তব্য করুন: