দেশের একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো চারশ রানের রেকর্ড
৯ মার্চ ২০২৫

দেশের একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো চারশ রান করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে নাঈম শেখের বিধ্বংসী সেঞ্চুরিতে দলটি এই কীর্তি গড়েছে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় ১৭৬ রান করেন নাঈম।
বাংলাদেশের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও ঘরোয়া একদিনের ক্রিকেট মিলিয়ে এটিই এখন সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০২২ সালের ডিসেম্বরে ইশান কিশানের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ৪০৯ করেছিল তারা।
এর আগে বাংলাদেশের কোনো দল এবং ডিপিএলে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ছিল আবাহনী লিমিটেডের। ২০১৮ সালের মার্চে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
অন্যদিকে এই ম্যাচের আগে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৮৮ রান। ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল হক বিজয়ের ১৮৪ রানের সুবাদে এই সংগ্রহ গড়েছিল দলটি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংককে উড়ন্ত সূচনা এনে দেন সাব্বির হাসান ও নাঈম। উদ্বোধনী জুটিতে ১১০ বলে এই দুই ব্যাটার যোগ করেন ১৪০ রান। ৬৩ বলে ৭৩ রান করা সাব্বির ফিরলে এই জুটি ভাঙে। এরপর দ্বিতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে ৬৮ বলে ৮৬ রানের আরেকটি জুটি গড়েন নাঈম।
৩৮ বলে ফিফটি স্পর্শ করা বাঁহাতি এই ব্যাটার ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন ৮২ বলে। এরপর দেড়শ রানে পৌঁছাতে তিনি খেলেন ২৪ বল। ছিলেন ডিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্বিশতক হাঁকানোর দিকেও। কিন্তু ৩৯তম ওভারে টুর্নামেন্টের ইতিহাসের চতুর্থ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
মন্তব্য করুন: