ওয়ানডেতে টানা টস হেরে রোহিতের রেকর্ড
৯ মার্চ ২০২৫

আরও একটি টস, আরও একটি হার – গত দেড় বছর ধরে ওয়ানডেতে এটি যেন নিয়মিত চিত্র হয়ে গেছে রোহিত শর্মার জন্য। নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টস হেরে ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড স্পর্শ করেছেন ভারত অধিনায়ক।
রোববার দুবাইয়ে টানা ১২ ওয়ানডেতে টস হারেন রোহিত। এরই সঙ্গে তিনি স্পর্শ করেন ব্রায়ান লারাকে। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ ম্যাচ পর্যন্ত এই কিংবদন্তি ব্যাটারের নেতৃত্বে টানা ১২ ওয়ানডেতে টসে জিতেনি ওয়েস্ট ইন্ডিজ।
রোহিতের টস হারের শুরুটা হয় ২০২৩ সালের ১৯ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। এরপর থেকে ওয়ানডেতে টানা ১৫ ম্যাচে টসে জেতেনি ভারত। এর মাঝে লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল তারা। সেই ম্যাচগুলোতেও টস হারে দেশটি।
ভারত ছাড়াও এখন পর্যন্ত ওয়ানডেতে টানা ১০ ম্যাচের বেশি টসে হেরেছে নেদারল্যান্ডস। তাদের রেকর্ডটি ছিল ১১ ম্যাচ। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই রেকর্ড নিজেদের করে নেয় ভারত।
মন্তব্য করুন: