চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে উন্নতির তাগিদ গুয়ার্দিওলার

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে উন্নতির তাগিদ গুয়ার্দিওলার

ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করতে হলে দ্রুত উন্নতি করতে হবে বলে জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা। শনিবার প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর এই মন্তব্য করেন তিনি। 

এই জয়ে ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মৌসুমের চমক নটিংহ্যাম। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। তবে রোববার চেলসি যদি লেস্টার সিটির বিপক্ষে হার এড়াতে পারে, তাহলে পাঁচ নম্বরে নেমে যাবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

চোটের কারণে এবারের মৌসুমে বেশ ভুগতে হয়েছে সিটিকে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা — ব্যালন ডিঅরজয়ী রদ্রি, ডিফেন্ডার জন স্টোনস, মানুয়েল আকাঞ্জি ও নাথান আকে চোটের কারণে মাঠের বাইরে আছেন। 

চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে হবে সিটিকে। আর এ জন্য সামনের ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই বলে জানান গুয়ার্দিওলা।

আমাদের ম্যাচ জিততেই হবে। আমরা যদি টানা প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ জিততে না পারি, তাহলে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে। হাতে মাত্র ১০ ম্যাচ আছে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করতে আমাদের অনেকগুলো ম্যাচ জিততে হবে।

এটা আমাদের জন্য সহজ হবে না। উন্নতি করতে হবে, ভালো খেলতে হবে। নিজেদের পথ খুঁজে বের করতে হবে এবং নিজস্ব দক্ষতাকে কাজে লাগাতে হবে।

প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে সিটি কোচ বলেন, “এটা সত্যিই কঠিন এক ম্যাচ ছিল। শেষ মুহূর্তের একটি আক্রমণ আমাদের জন্য ভোগান্তির কারণ হয়েছে। আমাদের খেলায় গতি কিছুটা কম ছিল, গোলের সুযোগ তৈরি করতে বেশ লড়াই করতে হয়েছে। তবে প্রতিপক্ষের কৃতিত্ব দিতেই হবে, তারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে।

আগামী শনিবার ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে সিটি। এরপর আন্তর্জাতিক বিরতি শুরু হবে।

মন্তব্য করুন: