ফিল্ডিং থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

ফিল্ডিং থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে লড়াকু সংগ্রহ পেয়েছে নিউ জিল্যান্ড। তবে বোলিংয়ে নামার আগে তাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে কেইন উইলিয়ামসনের চোট। এ কারণে ফিল্ডিংয়ের সময় তাকে পাবে না কিউইরা।

রোববার দুবাইয়ের ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড। ব্যাট হাতে এদিন ব্যর্থ উইলিয়ামসন ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন।

নিউ জিল্যান্ডের ইনিংস শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটের মাধ্যমে দলের তরফ থেকে জানানো হয়, ব্যাটিংয়ের সময় পাওয়া ঊরুর চোটের কারণে ফিল্ডিংয়ে নামতে পারবেন না উইলিয়ামসন। তার বদলে ফিল্ডিং করবেন মার্ক চ্যাপম্যান।

দলের সদস্যরা মাঠে নামার আগে তাদের পরামর্শ দিতে দেখা যায় উইলিয়ামসনকে।

এর আগে কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরিকে ছাড়াই ফাইনালে মাঠে নামে নিউ জিল্যান্ড।

মন্তব্য করুন: