ওয়ানডে খেলে যাবেন রোহিত

১০ মার্চ ২০২৫

ওয়ানডে খেলে যাবেন রোহিত

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে গুঞ্জন ছিল, টুর্নামেন্ট শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ডকে হারিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার পর সব গুঞ্জনের ইতি টেনেছেন তিনি নিজেই। এখনই ওয়ানডেকে বিদায় জানাচ্ছেন না ডানহাতি এই ওপেনার।

রোববার দুবাইয়ের ফাইনালে নিউ জিল্যান্ডকে উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অধিনায়ক রোহিত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “আমি এই ফরম্যাট (ওয়ানডে) থেকে অবসর নিচ্ছি না। সামনের দিনে যেন এই বিষয়ে আর কোনো গুঞ্জন না ছড়ায় তাই নিশ্চিত করলাম।

রোহিতের নেতৃত্বে গত নয় মাসে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির কোনো শিরোপা ঘরে তুলল ভারত। গত বছর জুনে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানোর পর সেই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রোহিত।

টানা দুটি শিরোপা জয়ের পর এখন ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই জানিয়ে ভারত অধিনায়ক বলেন, “দলের জন্য টানা দুটি আইসিসির শিরোপা জেতা দারুণ একটি দলগত অর্জন। তার সঙ্গে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া এটিকে আরও দুর্দান্ত করেছে। আমি খুব কম সময়ই দেখেছি কোনো দল অপরাজিত থেকে দুটি টুর্নামেন্ট জিতেছে।

আমাদের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে, আমরা এখানে এসে নিজেদের প্রস্তুত করেছি এবং প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। আমরা কন্ডিশনকে কাজে লাগাতে পেরেছি এবং জিতেছি। ভবিষ্যৎ পরিকল্পনা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা হচ্ছে তা হতেই থাকবে।

আপাতত আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই ভারতের। আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে রোহিতের দল।

মন্তব্য করুন: