পারফরম্যান্স নয়, পয়েন্টে চোখ রিয়াল কোচের

১০ মার্চ ২০২৫

পারফরম্যান্স নয়, পয়েন্টে চোখ রিয়াল কোচের

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রের গোলে লা লিগায় রিয়াল মাদ্রিদ জয় পেলেও তাদের পারফরম্যান্সে ছিল ছন্দহীন। তবে দলের পারফরম্যান্সের চেয়ে শিরোপা দৌড়ে থাকার জন্য পাওয়া তিন পয়েন্টকেই গুরুত্ব দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

রোববার ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারায় রিয়াল। ৩০তম মিনিটে এমবাপ্পে ও মিনিট চারেক পর ভিনিসুসের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকরা গোল হজম করে প্রথমার্ধের যোগ করা সময়ে।  

রিয়ালের জয়ে লা লিগায় এখন শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন মাত্র এক। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৫৭ পয়েন্ট নিয়ে নিজেদের মধ্যে ম্যাচে গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে আছে আনচেলত্তির দল। একই দিন গেতাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া আতলেতিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “ভালো লাগছে, কারণ আমাদের লক্ষ্য ছিল জয় পাওয়া। প্রথমার্ধে দারুণ খেলেছি। ৩-০ বা তার চেয়েও বেশি ব্যবধানে এগিয়ে যেতে পারতাম। কিন্তু কয়েকটি সুযোগ হাতছাড়া করায় ২-১ গোলের পর দ্বিতীয়ার্ধে ম্যাচ কঠিন হয়ে যায়। তবুও আমাদের অনেক সুযোগ ছিল... তবে ৭৫ মিনিটে যখন ২-১ ব্যবধানে এগিয়ে থাকি, তখন আসল কাজ হলো বিপদ এড়িয়ে রক্ষণ সামলানো।

রিয়ালের ব্যস্ত সূচির কথা তুলে ধরেন আনচেলত্তি বলেন, “আমি জানি সমর্থকরা এটা পছন্দ করেনি। তবে আমাদের ব্যস্ত সূচির বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে খেলছি  সব ম্যাচের জন্য একইভাবে প্রস্তুতি নেওয়া ও ৯০ মিনিট ধরে একই গতি বজায় রাখা বেশ কঠিন।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন: