জাতীয় দলে সর্বোচ্চ বেতন তাসকিনের

১০ মার্চ ২০২৫

জাতীয় দলে সর্বোচ্চ বেতন তাসকিনের

জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে সবচেয়ে বেশি মাসে ১০ লাখ টাকা পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ ক্রিকেটারকে নিয়ে ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। এই চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাঁচটি গ্রেড ভাগ করা হয়েছে। সর্বোচ্চ বেতনভুক্ত এ+ গ্রেডে আছেন কেবল তাসকিনই। আগের চুক্তিতে এই গ্রেডের ক্রিকেটারদের বেতন ছিল ৭ লাখ ৯০ হাজার টাকা।

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন ‘এ গ্রেডে। এই গ্রেডের ক্রিকেটারদের বেতন ৮ লাখ টাকা। এই তালিকায় আরও আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত ‘এ গ্রেডে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটার গত বুধবার ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে তাকে ‘বি গ্রেডে পাঠানো হয়েছে। এই গ্রেডের ক্রিকেটারদের মাসিক বেতন দেওয়া হবে ৬ লাখ টাকা করে।

মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধে তাকে মার্চ মাস থেকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। নিজেকে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত ‘বি গ্রেডে ছিলেন মাহমুদউল্লাহ।

সি গ্রেডে আছেন আটজন ক্রিকেটার। তারা বেতন পাবেন ৪ লাখ টাকা করে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে এই তালিকায় আছেন অভিজ্ঞ সৌম্য সরকার।

ডি গ্রেডে থাকা স্পিনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদ পাবেন মাসে ২ লাখ টাকা করে।

২০২৫ সালের বিসিবির চূড়ান্ত কেন্দ্রীয় চুক্তি:

এ+ গ্রেড: তাসকিন আহমেদ

গ্রেড: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম (মার্চ থেকে ‘বি গ্রেড)

বি গ্রেড: মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ (মার্চ থেকে চুক্তির বাইরে)

সি গ্রেড: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী হাসান

ডি গ্রেড: নাসুম আহমেদ, খালেদ আহমেদ

মন্তব্য করুন: