চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ৫ ভারতীয়, নেতৃত্বে স্যান্টনার

১০ মার্চ ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ৫ ভারতীয়, নেতৃত্বে স্যান্টনার

রোহিত শর্মার নেতৃত্বে নিউ জিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের সেরা দলে তাই ভারতীয়দের আধিপত্যই। তবে এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকে।

সোমবার নিজেদের ওয়েবসাইটে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের টুর্নামেন্ট সেরা দল ঘোষণা করে আইসিসি। আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্ট সেরা দলে জায়গা পেয়েছে কেবল তিনটি দেশের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন ভারতের পাঁচ ক্রিকেটার ছাড়া এই দলে আছেন রানার্স-আপ নিউ জিল্যান্ডের চারজন এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসা আফগানিস্তানের দুইজন।

ওপেনার হিসেবে আছেন নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও আফগানিস্তানের ইবরাহিম জাদরান। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে না রবীন্দ্র আসর শেষ করেন সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। ৪ ইনিংসে ৬২ দশমিক ৭৫ গড়ে বাঁহাতি এই ব্যাটার করেন ২৫১ রান। হাঁকিয়েছেন সর্বোচ্চ দুটি শতক।

অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রানের ইনিংস খেলা জাদরান ৩ ইনিংসে ৭২ গড়ে রান করেন ২১৬। ইংল্যান্ডের বিপক্ষে তার এই রেকর্ড ইনিংসের সুবাদে রোমাঞ্চকর জয় পেয়েছিল আফগানরা।

এরপরের তিনটি জায়গায় আছেন পুরো টুর্নামেন্টে ভারতের ব্যাটিং স্তম্ভ সামলানো বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল।

টুর্নামেন্টজুড়ে ফিল্ডিংয়ে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ নেওয়া গ্লেন ফিলিপসকে রাখা হয়েছে ব্যাটিং-অর্ডারের ছয় নম্বরে। তার নেওয়া ৫টি ক্যাচের মধ্যে তিনটিই ছিল এক কথায় দুর্দান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ দিকে দলকে গুরুত্বপূর্ণ রান এনে দেওয়ার পাশাপাশি ডানহাতি অফস্পিনে কার্যকরী ছিলেন তিনি।

আফগানিস্তানের মিডল-অর্ডারের ভরসার নাম আজমতউল্লাহ ওমরজাই পুরো টুর্নামেন্টেই নিজের ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন দলের সাত নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড়ো চল্লিশোর্ধ ইনিংসের পর বল হাতে ৫ উইকেট শিকার করে দলকে জয় এনে দিয়েছিলেন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।

বল হাতে ৯ উইকেট শিকারের পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রথমবারের নিউ জিল্যান্ডকে আইসিসির কোনো আসরে নেতৃত্ব দিয়েই ফাইনালে তোলেন স্যান্টনার।

পেস আক্রমণে থাকা মোহাম্মদ শামি দুবাইয়ের স্পিন সহায়ক পিচে পাঁচ ম্যাচ খেলে শিকার করেন ৯ উইকেট। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

দলে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরি। চোটের কারণে শিরোপা লড়াইয়ে খেলতে না পারা এই কিউই পেসার ৪ ম্যাচে শিকার করেন ১০ উইকেট।

রহস্য স্পিনে ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করে বরুণ চক্রবর্তী জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। এছাড়া দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা দল:

রাচিন রবীন্দ্র, ইবরাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী,

দ্বাদশ খেলোয়াড়: অক্ষর প্যাটেল

মন্তব্য করুন: