ফাইনালের মঞ্চে পাকিস্তানের কেউ নেই, ব্যাখ্যা চাইল পিসিবি
১০ মার্চ ২০২৫

প্রায় আট বছর পর মাঠে গড়ানো চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। রোহিত শর্মার দল ফাইনালে ওঠায় শিরোপা লড়াইটিও হয়েছে পাকিস্তানের বাইরে। তবে ফাইনালে পুরস্কার বিরতণের মঞ্চে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি থাকলেও ছিল না আয়োজক বোর্ডের কেউই। আর এই ঘটনায় এবার আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার দুবাইয়ের ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জেতে ভারত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও নিউ জিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টোস।
সোমবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, আয়োজক দেশ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে শুরুতে সেখানে উপস্থিত থাকার কথা ছিল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। কিন্তু তিনি অসুস্থ হওয়ার কারণে দুবাইয়ে যেতে না পারায় তার জায়গায় থাকার কথা ছিল টুর্নামেন্টের পরিচালক ও পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদের।
অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্ট মঞ্চে উপস্থিত থাকার পরেও সেখানে বিসিসিআই সচিবের উপস্থিতি বিস্মিত করেছে পিসিবিকে।
প্রতিবেদনে আরও বলা হয়, মহসিনের বদলি হিসেবে পুরস্কার বিতরণী মঞ্চে সুমায়েরের থাকার বিষয়ে পিসিবির তরফ থেকে আইসিসির সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তারা ধরে নিয়েছিল, পিসিবি চেয়ারম্যান না থাকায় আইসিসির তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, এই বিষয়ে তারা আইসিসির কাছে ব্যাখ্যা চাইলেও এখনও তারা কোনো উত্তর পায়নি।
এই নিয়ে পুরো টুর্নামেন্টে তৃতীয়বারের মতো আইসিসির কাছে কোনো ঘটনার ব্যাখ্যা চাইল পিসিবি। প্রথমটি ছিল দুবাইতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচকে নিয়ে। টুর্নামেন্টে ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় স্ক্রিনের বাঁ দিকের উপরের কোনায় ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ পাকিস্তান’ লেখা ছিল। পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর পাকিস্তানে অনুষ্ঠিত সব ম্যাচের সম্প্রচারে এই লেখা ছিল। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচ চলার সময় ওই লেখায় ‘পাকিস্তান’ অংশটুকু ছিল না।
দ্বিতীয় ঘটনাটি ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সংগীত বাজানো নিয়ে। লাহোরে অনুষ্ঠিত সেই ম্যাচে ইংল্যান্ডের জাতীয় সংগীত শেষে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর সময় বিপত্তি বাধে। কয়েক মুহূর্তের জন্য বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। পরে অবশ্য দ্রুতই তা থামিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুলের দায় পুরোটাই আইসিসির ওপর চাপিয়ে দিয়েছিল পিসিবি।
মন্তব্য করুন: