টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ দিবা-রাত্রির
১১ মার্চ ২০২৫

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে হতে যাওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে মধ্যে ম্যাচটি হবে দিবা-রাত্রির। ২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গোলাপি বলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৮৭৭ সালে এমসিজিতেই ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
এর আগে ১৯৭৭ সালে দু’দলের মধ্যে শতবর্ষী টেস্ট আয়োজন করা হয়েছিল। প্রথম টেস্টের মতো সেই ম্যাচেও ৪৫ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দেড়শ বছর পূর্তি উপলক্ষে এমসিজিতে প্রথমবারের মতো ছেলেদের গোলাপি বলের টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের একটি বড় কারণ অস্ট্রেলিয়ার দর্শকদের উপস্থিতি বাড়ানো। তাছাড়া এই ফরম্যাট বিশ্বব্যাপী টিভি দর্শকদের জন্যও সুবিধাজনক হবে। বিশেষ করে ইংল্যান্ডের দর্শকরা স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর ম্যাচের শেষ সেশন দেখতে পারবেন।
২০২৭ সালে এমনিতেই ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ডিসেম্বর-জানুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এরপর ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে দেশটি, যা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি খেলতে দেশে ফিরবে তারা। এই টেস্ট চলার সময় সে বছরের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে।
তবে ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না। কিন্তু অস্ট্রেলিয়া যদি ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে, তাহলে সেই ম্যাচটি তারা জুনে খেলবে। এরপর ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলবে অজিরা। এছাড়াও অক্টোবর-নভেম্বরে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: