রাচিন নয়, সেরার পুরস্কার বরুণের প্রাপ্য: অশ্বিন
১১ মার্চ ২০২৫

ব্যাট-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র। তবে ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের মতে, ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই পুরস্কার বরুণ চক্রবর্তীর প্রাপ্য ছিল।
গত রোববার শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন রবীন্দ্র। ৪ ম্যাচে ২ সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডের তরুণ এই ব্যাটার ২৬৩ রান করেন। এছাড়াও বল শিকার করেন ৩ উইকেট।
অন্যদিকে ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করা বরুণ শুরুতে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেই ছিলেন না। টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শেষ মুহূর্তে চূড়ান্ত দলে জায়গা পান এই রহস্য স্পিনার। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে বরুণের পারফরম্যান্সের প্রশংসা করে অশ্বিন বলেন, “যাই বলা হোক না কেন, আমার মতে, এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বরুণ চক্রবর্তী। তিনি পুরো টুর্নামেন্ট খেলেননি, কিন্তু দারুণ পার্থক্য গড়ে দিয়েছেন। যদি বরুণ না থাকতেন, তাহলে এই ম্যাচের ফল অনেক ভিন্ন হতে পারত। তিনি দলে নতুনত্ব এবং বাড়তি চমক এনেছেন। যদি বিচারকের আসনে থাকতাম, তবে আমি বরুণকেই এই পুরস্কার দিতাম।”
শিরোপা লড়াইয়ে গ্লেন ফিলিপসকে বোল্ড করে নিউ জিল্যান্ডের বড় সংগ্রহের পথ আটকে দিয়েছিলেন বরুণ। সেই উইকেট নিয়ে আলাদা করে প্রশংসা করেন অশ্বিন।
“দেখুন, কীভাবে তিনি গ্লেন ফিলিপসকে আউট করেছেন। সে তখন স্টাম্প ঢাকেনি, তাই বরুণ ক্রিজের বাইরে গিয়ে গুগলি করেছিলেন। আমার মতে, বরুণই এই সিরিজের সেরা খেলোয়াড় হওয়া উচিত। যে খেলোয়াড় সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়, সেই এই পুরস্কার পাওয়ার যোগ্য।”
পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে হেড কোচ গৌতম গম্ভীরকে আলাদা করে কৃতিত্ব দেন গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ভারতের এই স্পিন-অলরাউন্ডার।
“আমি রোহিত এবং গৌতম গম্ভীরের জন্য সত্যিই খুশি। গম্ভীরের কথা একবার ভাবুন, তিনি কীসের মধ্য দিয়ে গেছেন? নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছেন, আরও কিছু ম্যাচ হেরেছেন। কিন্তু তিনি দারুণ এক সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কোয়াডে যশপ্রীত বুমরাহ ছিলেন না। তবুও এই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এটা কী বলে? ভারতীয় ক্রিকেট এখন কোথায় দাঁড়িয়ে? আমি মনে করি, বিশ্ব ক্রিকেটকে ভারতের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিছুটা সময় লাগবে।”
মন্তব্য করুন: