তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি

১২ মার্চ ২০২৫

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন তামিম ইকবাল। মোহামেডানের হয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

বুধবার সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে তামিমের ঝড়ো শতকে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের জয় পায় মোহামেডান। ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় ৩২ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছায় ঐতিহ্যবাহী ক্লাবটি।

৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় তামিম অপরাজিত থাকেন ১০৫ রানে। লিস্ট ‘এ ক্যারিয়ারে এটি তার ২৪তম সেঞ্চুরি।

এদিন সদ্য জাতীয় দলকে বিদায় জানানো তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় জয় এনে দেন মোহামেডান অধিনায়ক।

এর আগে গত রোববার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান তামিম। সেদিনও বয়স ৩৬ বছর ছুঁইছুঁই এই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২৫ রান করেছিলেন। ১১২ বলের ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়। আর মোহামেডান জয় পেয়েছিল ৭ উইকেটে।

অন্যদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিনও খেলা শেষ হয় দুপুরের আগেই। পারটেক্সকে ১০০ রানে অলআউট করে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৮ উইকেটে ম্যাচ জেতে ১৪ ওভার ৩ বলে।

এর আগে হোম অব ক্রিকেটে গত রোববার ডিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৪২২ রানের সংগ্রহ গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কিন্তু এর পরদিনই লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৯ ওভার ৩ বলে ১০ উইকেট হাতে রেখে জয় পায় রূপগঞ্জ।

মন্তব্য করুন: