ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় গিল

১২ মার্চ ২০২৫

ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় গিল

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন শুভমান গিল। এবার দলের হয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ে অবদান রাখার পর আরও একটি সুখবর পেয়েছেন তিনি। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের এই ওপেনার।

বুধবার নিজেদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তৃতীয়বারের মতো মাস সেরার পুরস্কার জিততে গিল পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসকে।

ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডেতে ১০১ দশমিক ৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যচে ৮৭ ও ৬০ রানের পর শেষটিতে খেলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। তিন ম্যাচের সিরিজে ২৫৯ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।

২৫ বছর বয়সী এই ব্যাটার সেই ছন্দ ধরে রাখেন চ্যাম্পিয়নস ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান গিল। এরপর পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪৬ রান।

এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে মাস সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন গিল।

মন্তব্য করুন: