আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

১২ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার রাতে ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মাহমুদউল্লাহ ২০২১ সালে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানান। এরপর গত বছর অক্টোবরে টি-টুয়েন্টি থেকে অবসর নেন। এবার বিদায় জানালেন ওয়ানডেকেও।

বিদায়ী বার্তায় জাতীয় দলের সতীর্থ, কোচ, সমর্থক ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষে বাংলাদেশ দলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি।

জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামেন মাহমুদউল্লাহ। কিন্তু সেই ম্যাচে মাত্র ৪ রান করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সেই ম্যাচের আগে ওয়ানডেতে তার খেলা সবশেষ চার ম্যাচেই ফিফটি হাঁকিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

পরিসংখ্যানের বিচারে মাহমুদউল্লাহ সবচেয়ে সফল ছিলেন ওয়ানডেতেই। ২৩৯ ম্যাচে ৩৬ দশমিক ৪৬ গড়ে তিনি ৫ হাজার ৬৮৯ রান করেন তিনি। ৩২টি ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপে শতক হাঁকানোর কীর্তিও তার। ২০১৫ সালের আসরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেইডে তিনি শতক করেন। বল হাতে নিয়মিত না হলেও ১৫৩ ইনিংসে হাত ঘুরিয়ে শিকার করেন ৮২ উইকেট।

অন্যদিকে টি-টুয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৪৪৪ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি। বল হাতে ৮০ ইনিংসে শিকার করেন ৪১ উইকেট। এই ফরম্যাটে দলকে তিনি ৪৩ ম্যাচে নেতৃত্ব দেন।

টেস্টে ব্যাট হাতে খুব একটা ধারাবাহিক হতে না পারা এই ব্যাটার ক্যারিয়ার শেষ করেন ২ হাজার ৯১৪ রান নিয়ে। ৫০ টেস্টে ৯৪ ইনিংসে প্রায় সাড়ে ৩৩ গড়ে তিনি এই রান করেন। ৫টি সেঞ্চুরির পাশাপাশি করেন ১৬টি ফিফটি। বল হাতে ৬৬ ইনিংসে তার শিকার ৪৩ উইকেট।

এর আগে গত বুধবার রাতে ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add