৪ মাস মাঠের বাইরে ইংল্যান্ডের মার্ক উড
১৩ মার্চ ২০২৫

দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন মার্ক উড। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাই অস্ত্রোপচার করিয়েছেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। আর এ কারণে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে উডের বাঁ হাঁটুর অস্ত্রোপচারের বিষয়টি জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে করে চলতি বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে উডের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
৩৫ বছর বয়সী ডানহাতি এই ফাস্ট বোলার গত এক বছর ধরে বাঁ হাঁটুর সমস্যায় ভুগছিলেন। গত মাসের শেষ দিকে আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যথা বাড়তে থাকায় ইনিংস শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে।
ইসিবির বিবৃতিতে জানানো হয়, জুলাইয়ের শেষ অংশকে লক্ষ্যে নিয়ে পুরোদমে মাঠে ফেরার পরিকল্পনা করছেন উড।
এ প্রসঙ্গে উড বলেন, “গত বছরের শুরু থেকে সব ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে খেলার পর দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে থাকতে হচ্ছে, যা সত্যিই কষ্টদায়ক। তবে আমার আত্মবিশ্বাস আছে যে, হাঁটুর সমস্যা কাটানোর পর পুরো ফিট হয়ে ফিরতে পারবো।”
আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ব্যস্ত মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। আগামী ২০ জুন ঘরের মাঠে শুরু হবে ভারতের বিপক্ষে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে ৩১ জুলাই।
মন্তব্য করুন: