পিএসএলের এনওসির জন্য এখনও আবেদন করেননি নাহিদ-লিটন-রিশাদরা
১৫ মার্চ ২০২৫

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। কিন্তু আসর শুরুর এক মাসেরও কম থাকলেও এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য তাদের কেউই আবেদন করেননি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গতির ঝড় তুলে আলোড়ন তোলা নাহিদকে এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেয় পেশোয়ার জালমি। অন্যদিকে লিটনকে ভেড়ায় করাচি কিংস। আর লেগ স্পিন দিয়ে নিজেকে আলাদাভাবে মেলে ধরা রিশাদকে দলে নেয় লাহোর কালান্দার্স।
শনিবার রাজধানীর এক হোটেলে বিসিবির ইফতার পার্টি আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ-লিটন-রিশাদের এনওসির ব্যাপারে ফারুক বলেন, “এখনও তারা কেউ আবেদন করেনি। আমি যতটুকু জানি, তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন আবেদন করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।”
আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ৬ দল নিয়ে আয়োজিত ৩৪ ম্যাচের টুর্নামেন্টটি চলবে ১৮ মে পর্যন্ত। তবে এর মাঝে টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২০ ও ২৮ এপ্রিল ম্যাচ দুটি মাঠে গড়াবে। ফলে আগে থেকেই শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নাহিদ, লিটন ও রিশাদের অংশগ্রহণ করা নিয়ে।
মন্তব্য করুন: