নাহিদের পিএসএলে খেলার পক্ষে শান্ত

১৭ মার্চ ২০২৫

নাহিদের পিএসএলে খেলার পক্ষে শান্ত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বের নজরে আসা নাহিদ রানা এবার অপেক্ষায় আছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ থাকায় প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়া তরুণ এই ফাস্ট বোলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে নাহিদের দেশের বাইরে খেলার পক্ষে মত দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এবারের পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদকে দলে নেয় পেশোয়ার জালমি। নাহিদ ছাড়াও টুর্নামেন্টের দশম আসরে দল পেয়েছেন লিটন দাস রিশাদ হোসেন।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গত শনিবার জানান, আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের এবারের আসরের অনাপত্তিপত্রের (এনওসি) জন্য এখনও কেউ আবেদন করেননি।

অন্যদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৫ এপ্রিল দেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে ২০ চট্টগ্রামে ২৮ এপ্রিল ম্যাচ দুটি শুরু হবে। সেই সিরিজের দলে থাকলে পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন না নাহিদ। টেস্ট সিরিজ শেষে লিগ পর্বে পেশোয়ারের বাকি থাকবে তিন ম্যাচ।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে শান্তর নেতৃত্বে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন নাহিদ। সোমবার মিরপুর শের--বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলনের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের টেস্ট ওয়ানডে অধিনায়ক জানান, পিএসএলসহ দেশের বাইরের লিগগুলোতে নাহিদের খেলা উচিত।

(নাহিদের) এই ধরনের (পিএসএল) টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়কসবকিছুর ওপরে।

আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।

গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টানা খেলার মধ্যে আছেন নাহিদ। বছরের শুরুতে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টানা খেলার ফলে তার বোলিংয়ের গতিও কিছুটা কমে এসেছিল। সে সময় আলোচনায় ছিল ২২ বছর বয়সী এই ফাস্ট বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি।

প্রিমিয়ার লিগে নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখেই খেলার পরিকল্পনা সাজানো হয়েছে জানিয়ে শান্ত বলেন, “নাহিদ খুব ভালো সম্ভাবনাময়। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে দেখভাল করা হচ্ছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে।

এখন পর্যন্ত ফিট আছে। ওই সক্রিয়তাটা ধরে রেখেছে। সামনের ম্যাচগুলো বোর্ড থেকে যে পরিকল্পনা দেওয়া আছে, এই দলের যে পরিকল্পনা আছে, সেভাবেই খেলবে। আমি আশা করব, পরের ম্যাচগুলো টুর্নামেন্টটা সুস্থ থেকে শেষ করবে।

আবাহনীর হয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলতে নামা নাহিদ উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add